X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পর্যায়ক্রমে অন্যান্য জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন আসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ২২:২০আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২২:২৫





পর্যায়ক্রমে অন্যান্য জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন আসবে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন আনার পর পর্যায়ক্রমে অন্য জেলাগুলোর ক্ষেত্রেও পরিবর্তন আনা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব শুক্রবার (৩০ মার্চ) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। তারা দেশের বিভিন্ন জেলার নামের বাংলা ও ইংরেজি বানানের ক্ষেত্রে অসঙ্গতিগুলো শনাক্তে কাজ করছেন।

কবে নাগাদ এ কাজ শেষ হবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এগুলো সময়সাপেক্ষ কাজ। কিছু সময় তো লাগবেই। এক্ষেত্রে অনেক জেলার নামের অতীত প্রেক্ষাপট, ভাষার ব্যবহার, নামের বাংলা ও ইংরেজি উচ্চরণ ও অর্থসহ অনেক কিছুই বিবেচনায় আনতে হয়। ভাষাবিদদের সঙ্গেও কথা বলার প্রয়োজন হতে পারে। তবে পর্যায়ক্রমে এগুলো শনাক্তের কাজ শেষ হবে।   
এর আগে বৃহস্পতিবার (২৯ মার্চ) বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি সাংবাদিকদের জানান, আগামী সোমবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব ওঠার কথা রয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বর্তমানে চট্টগ্রাম নামটি ইংরেজিতে চিটাগং (Chittagong) হিসেবে উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে বানান পরিবর্তন করে ‘Chattagram’ করার সুপারিশ করা হয়েছে। একইভাবে বরিশালের ইংরেজি বানান রয়েছে ‘Barisal’, এটি পরিবর্তন করে ‘Barishal’ করার প্রস্তাব করা হয়েছে। কুমিল্লার বর্তমান ইংরেজি বানান ‘Comilla’ পাল্টে ‘Kumilla’, যশোরের ইংরেজি বানান ‘Jessore’ থেকে ‘Jashore’ এবং বগুড়ার ‘Bogra’ পাল্টে ‘Bagura’ করার প্রস্তাব করা হয়েছে। 
নিকার-এর আহ্বায়ক প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনসহ নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠন সংক্রান্ত সিদ্ধান্ত দেয় এ কমিটি। 

 

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’