X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সার্ক নির্বাচন কমিশনারদের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ২০:৪৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:৪৩

সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনারদের (ইসি) সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (FEMBoSA) নবম সম্মেলন চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে। রাজধানীর রেডিসন হোটেলে তিন দিনব্যাপী এই সম্মেলন আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে। সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানমের সাক্ষাৎ সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনার কবিতা খানম রবিবার সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে স্পিকার কে এম নূরুল হুদার পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণ জানানোয় কবিতা খানমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্পিকার অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে সার্ক অঞ্চলের নির্বাচন কমিশনের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া যা সংক্ষেপে এফইএমবিওএসএ (FEMBoSA) নামে পরিচিত। এর প্রথম সম্মেলন ওই বছর ঢাকাতেই অনুষ্ঠিত হয়। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার নির্বাচন কমিশন এর সদস্য। প্রতিবছর সদস্য দেশসমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সম্মেলন আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে নবম এই সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
শিরোপার সুবাস পেতে শুরু করলেও গার্দিওলা বললেন, ‘কাজটা কঠিন হতে যাচ্ছে’
শিরোপার সুবাস পেতে শুরু করলেও গার্দিওলা বললেন, ‘কাজটা কঠিন হতে যাচ্ছে’
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা