X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়া সংকটে বৃহৎ শক্তির মুখোমুখি অবস্থান পর্যবেক্ষণে বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
১৭ এপ্রিল ২০১৮, ২২:৪৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২৩:৪৯

সিরিয়া সংকট সিরিয়া সমস্যাকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব ও রাশিয়া মুখোমুখি অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি ‘স্নায়ুযুদ্ধ আবার ফিরে এসেছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এরই পরিপ্রেক্ষিতে সিরিয়া সংকট ও দুই বৃহৎশক্তি—যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মুখোমুখি অবস্থানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সবসময় নিরপেক্ষ এবং ভারসাম্যমূলক ভূমিকা পালন করেছে। এখনও করবে।’

বাংলাদেশ এ বিষয়ে কতটুকু কার্যকর হতে পেরেছে, জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের একটি অবস্থান অনেক শক্তিকে খুশি করে না।’

সিরিয়া ইস্যুতে বাংলাদেশের অবস্থান কী, জানতে চাইলে আরেকজন কর্মকর্তা বলেন, ‘‘আমরা ‘শান্তি প্রক্রিয়া’কে সমর্থন করি। আমরা চাই, এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান হোক, যার মাধ্যমে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে।’’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেন্দ্রিক পশ্চিমা জোট সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণ চায়। অন্যদিকে আসাদ সরকারকে সরাসরি সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান।

সিরিয়ায় সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিমান হামলা বিষয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের এ বিষয়ে লিখিত কোনও অবস্থান নেই।’ তবে জাতিসংঘ অনুমোদন ছাড়া সাধারণভাবে কোনও ধরনের অভিযান বাংলাদেশ সমর্থন করে না বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে যারা কথা বলতে আগ্রহী, তাদের সবার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করছি। সবক্ষেত্রে সবাই খুশি না হলেও কেউ উদ্বেগজনকভাবে বিরাগ নয়। কারণ বৃহৎ শক্তিগুলো আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল।’

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সম্প্রতি রাশিয়া সফর করেছেন। আবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হক গত মার্চে যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত সংলাপে অংশ নিতে লন্ডন সফর করেছেন। যুক্তরাষ্ট্র নিজস্ব ব্যবস্থায় সিরিয়া বিষয়ে তাদের অবস্থান বাংলাদেশকে জানিয়েছে।  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!