X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চার মাসের কোর্স জিইডি সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১১:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১১:২১

ইউজিসি চার মাস মেয়াদী আন্তর্জাতিক মানের জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট (জিইডি) কোর্সকে দেশের শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমমান ধরে এতদিন স্নাতকে ভর্তি হওয়া যেত। কেউ কেউ একমাসেও কোর্সের সার্টিফিকেট নিয়ে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্টানে ভর্তির সুযোগ পেতেন। কিন্তু সেই সুযোগ আগামী ৩১ জুলাইয়ের পর আর থাকছে না।

উচ্চ শিক্ষায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন এ নির্দেশনা জারি করেছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ করে বা দ্বিতীয় বিভাগ থাকতে হবে বলেও বাধ্যতামূলক করেছে। কমিশন থেকে এ সিদ্ধান্ত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) জেসমিন পারভীন স্বাক্ষরিত এক নির্দেশনায় জিইডি প্রসঙ্গে বলা হয়েছে, চার মাস মেয়াদী জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট (জিইডি) কোর্স শেষ করে স্নাতকে ভর্তি হওয়া যাবে না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাইয়ের পর জিইডি ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে কোনও কোর্সে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে না। কমিশন থেকে এ সিদ্ধান্ত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড ও ইউজিসি সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদী উচ্চ মাধ্যমিকে ১২শ নম্বরের পরীক্ষা দিয়ে পাস করার পর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেন একজন শিক্ষার্থী। এরপর ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেন। কিন্তু জিইডি কোর্সের মাধ্যমে মাত্র চার মসে চারটি বিষয় পড়েই উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট অর্জন করে উচ্চ শিক্ষায় ভর্তির সুযোগ পেতেন। কিন্তু শিক্ষাবিদরা, অভিভাবকরাও বিষয়টিকে উচ্চ শিক্ষার মান নিশ্চিতে অনেক বড় অন্তরায় উল্লেখ করে সমালোচনা করেন। শিক্ষা বোর্ডগুলোও এ বিষয়ে প্রশ্ন তোলে। বাংলা ট্রিবিউনেও গত বছর 'এক মাসেই মিলবে উচ্চমাধ্যমিক সমমানের সনদ!' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

বিভিন্ন মহলের আপত্তিকে আমলে নিয়ে অবশেষে ইউজিসি জানিয়ে দিয়েছে, জিইডি কোর্সধারী উচ্চমাধ্যমিক সমমানের সার্টিফিকেট নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্য হবেন না।

এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সাংবাদিকদের বলেছেন, ‘এইচএসসি কোর্স দুই বছর মেয়াদী। আর জিইডি মাত্র চার মাসের ডিপ্লোমা কোর্স। অথচ দুটিই উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট প্রদান করে। অথচ দুই বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক ও মাত্র চার মাসের কোর্স এক হতে পারে না, অনেক বড় অসাঞ্জস্য রয়েছে। জিইডি কোর্স ইউরোপ-আমেরিকার সিলেবাসের আলোকে তৈরি। তাই অন্য দেশে এই কোর্স সমমান হলেও আমাদের দেশে তা হতে পারে না। এ কারণে এই কোর্সের গ্রহণযোগ্যতা বাতিল করা হয়েছে।’

এদিকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জিইডি সেন্টারের কোর্স কো-অর্ডিনেটর আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউজিসি থেকে জিইডি কোর্সটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুমোদন বাতিল করেছে। এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। কারণ, খুব কম সংখ্যাক শিক্ষার্থীই দেশের বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি সম্পন্ন করে ভর্তি হতো। মূলত এটা দেশের বাইরের জন্য বেশি ব্যবহৃত হয়।’

আরও পড়ুন- 

অনুমোদন পেলো আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়
প্রাথমিকের সমমর্যাদা রেখেই স্বতন্ত্র ইবতেদায়ি নীতিমালা অনুমোদন

 

/আরএআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!