X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘নিজেরা যা করেননি, সেটা দাবি করেন কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১৯:২৫আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৯:৩৫

অনুষ্ঠানে ওবায়দুল কাদের সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যেখানে প্রয়োজন সরকার কিন্তু কখন‌ও বলেনি সেনাবাহিনী মোতায়েন করা হবে না। প্রয়োজন, পরিস্থিতি বলে দেবে কী করতে হবে। কিন্তু বিএনপি এখন সেনাবাহিনী, সেনাবাহিনী বলে চিৎকার করছে। তার মানে একটা উসকানিমূলক দিতে চাইছে। সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা বিরোধ বাধানোর উসকানি দিচ্ছে। এটা কিন্তু দেশের জন্য ভালো নয়।’

শুক্রবার বিকালে রাজধানীর হোয়াইট স্যান্ড রিসোর্ট হোটেলে আয়োজিত ‘বদলে যাচ্ছে কক্সবাজার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র উদ্দেশে তিনি বলেন, ‘নিজেরা যা করেননি,সেটা দাবি করেন কেন? অবস্থা অনুযায়ী ব্যবস্থা হবে। সিটি করপোরেশন নির্বাচনে কি তেমন পরিস্থিতির উদ্ভব হয়েছে? তাহলে অযৌক্তিক দাবিটা করে সেনাবাহিনীকে কেন বিতর্কিত করতে চাইছেন? এটা আমি জানতে চাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের আমি জিজ্ঞেস করতে চাই, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কোন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেছিল? একটা নির্বাচনেও না। সিটি করপোরেশন থেকে জাতীয়- অনেক ইলেকশন তো হয়েছে। আপনারা তো সেনাবাহিনী মোতায়েন করেননি।’

তিনি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা কতটুকু? সে রকম পরিস্থিতি হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা তা নির্বাচন  কমিশন সরকারের সঙ্গে আলাপ করবে। নির্বাচন কমিশন ডিমান্ড দেবে। কারণ আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনের সময় ইসির অধীনে গেলেও সেনাবাহিনী কিন্তু যাবে না। সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। সেনাবাহিনী নিয়োগ করতে হলে সরকারকে ইসি অনুরোধ করতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আচরণবিধি পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে, বিশেষ করে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেসব দেশে আছে। যে কোনও নির্বাচনে প্রধানমন্ত্রী ক্যাম্পেইন করতে পারেন। ভারতে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচার চালিয়েছেন। তো আমাদের দেশে মন্ত্রী পারবেন না? সব দেশে যেটা হচ্ছে, আমাদের দেশে সেই সুযোগ কেন থাকবে না? আমরা এ নিয়ে নির্বাচন কমিশনকে একটা প্রোপজাল দিয়েছি। নির্বাচন কমিশন গ্রহণ করতেও পারে, নাও পারে। ’

তিনি বলেন, ‘আপনি দেখুন মন্ত্রী হওয়াটা কি আমার অপরাধ? ফখরুল সাহেব রংপুর সিটি নির্বাচনে ক্যাম্পেইন করলেন। আমি সেখানে যেতে পারলাম না। তিনি মহাসচিব, আমিও মহাসচিব। এটা কি লেভেল প্লেইং ফিল্ড? খালেদা জিয়া করতে পারবেন, শেখ হাসিনা পারবেন না এটা কি লেভেল প্লেইন ফিল্ড? আমি যুক্তির ভাষায় কথা বলতেছি, এখানে জোর জবরদস্তি করে তো কিছু হবে না।’

আরও পড়ুন

আমার সীমাবদ্ধতা আছে: ওবায়দুল কাদের

 

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা