X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৩:২৮আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৩:৩৫

সংসদীয় আসন জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিলের ওপর শুনানি চলছে। শনিবার (২১ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। সকালে নীলফামারী ৩, রংপুর ১ ও ৩, কুড়িগ্রাম ৪ আসনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন ঘোষিত খসড়া গ্যাজেটে আপত্তি জানিয়েছেন তিনি। এই জনপ্রতিনিধি বলেন, ‘খসড়া সীমানাটি ভৌগোলিক কারণে অযৌক্তিক। এটা কার্যকর হলে আমার নির্বাচনি এলাকার ভোটারদের চার ঘণ্টা নদীপথ পার হয়ে সংসদ সদস্যদের কাছে যেতে হবে।’

এদিকে সীমানার গ্যাজেট বহাল রাখার দাবি করে কুড়িগ্রামের চিলমারি উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম বলেন, ‘স্বাধীনতার পর থেকে দশম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সংসদীয় আসন যেরকম ছিল, কমিশনের খসড়ায় তাই আছে। দশম সংসদ নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলকভাবে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। কমিশন যে খসড়া করেছে আমরা তাকে স্বাগত জানাই। আমরা চাই, সীমানা যেন এভাবেই বাস্তবায়ন হয়।’ কুড়িগ্রাম ৪ আসনের খসড়ার পক্ষে ১২টি ও বিপক্ষে ২৮টি আবেদন পড়েছে।

সকালে চারটি সংসদীয় আসনের পর দুপুরে কমিশনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ১, সিরাজগঞ্জ ১ ও ২, পাবনা ১ ও ২ আসনের শুনানি চলছে। এছাড়া বিকালে পিরোজপুর, ১, ২ ও ৩ আসনের শুনানি হবে।

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশন গত ১৪ মার্চ ৪০টি আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের খসড়া গ্যাজেট আকারে প্রকাশ করে। এর পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তি গ্রহণ করে কমিশন। এতে আপত্তি জানিয়ে ৪০৭টি এবং ইসির পক্ষ সমর্থন করে ২২৪টি আবেদন জমা পড়ে। এসব আপত্তির পর শনিবার থেকে শুনানি শুরু হলো। আগামী ২৩ এপ্রিল খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের, ২৪ এপ্রিল চট্টগ্রাম এবং ২৫ এপ্রিল ঢাকা বিভাগের বিভিন্ন আসনের শুনানি হবে। শুনানি শেষে ৩০ এপ্রিল চূড়ান্ত গ্যাজেট প্রকাশের কথা রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনার শুনানির সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

সীমানা পুনর্নির্ধারণ: ২১ এপ্রিল থেকে আপিল শুনানি শুরু

সীমানা পুনর্নির্ধারণ: ইসির প্রস্তাবের পক্ষে-বিপক্ষে অর্ধশতাধিক দাবি-আপত্তি

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
শিরোপার দৌড়ে বড় ধাক্কার পর ক্ষমা চাইলেন ক্লপ
শিরোপার দৌড়ে বড় ধাক্কার পর ক্ষমা চাইলেন ক্লপ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম