X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দিন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ২২:০০আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২৩:০০

প্রধানমন্ত্রীর সঙ্গে রবিবার লন্ডনে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ দেশ ও সরকারের বিরুদ্ধে বিদেশে বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ  রবিবার (২২ এপ্রিল) সকালে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাদের একটি প্রতিনিধিদল লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল স্যুটে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক হওয়া বিএনপি-জামায়াত চক্র এখন বিদেশে বিভিন্নভাবে দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আপনাদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’ অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গণি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন, ‘অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।’

প্রধানমন্ত্রী তাদের সংগঠনকে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে দিক-নির্দেশনা দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বিরূপ পরিস্থিতিতে ইউরোপে কীভাবে আওয়ামী লীগ গঠিত হয়েছিল তা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি ইউরোপীয় আওয়ামী লীগের বর্তমান নেতাদের ওই সময় ইউরোপে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নিবেদিতপ্রাণ নেতাদের যথাযথভাবে মূল্যায়নের পরামর্শ দেন।

তিনি বলেন, ‘নবীন ও প্রবীণ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আওয়ামী লীগকে সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, কেবল দেশের উন্নয়নের কারণে তিনি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট সহ্য করেছেন এবং বহু ত্যাগ স্বীকার করেছেন।

প্রেস সচিব বলেন, ‘সাক্ষাতে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের সিনিয়র আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।’

খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম থেকে ছেড়ে গেলো প্রথম হজ ফ্লাইট
চট্টগ্রাম থেকে ছেড়ে গেলো প্রথম হজ ফ্লাইট
বাংলা ট্রিবিউন হোক গণমানুষের মুখপাত্র: জিএম কাদের
বাংলা ট্রিবিউন হোক গণমানুষের মুখপাত্র: জিএম কাদের
ডাক্তার হতে চায় সড়ক দুর্ঘটনায় পা হারানো জান্নাত
ডাক্তার হতে চায় সড়ক দুর্ঘটনায় পা হারানো জান্নাত
হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল
হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার