X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিএফইউজে’র ১০ পর্যবেক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ১৫:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৫:৫৮

ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা নিয়ে মে মাসের শেষের দিকে সংসদীয় কমিটিতে আলোচনা করে তা সংশোধন ও পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে আইনমন্ত্রীর কাছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)-এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল ও সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক রেজা সংগঠনের প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিভিন্ন ধারা সংশোধনে ১০টি পর্যবেক্ষণসহ একটি লিখিত প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন,‘সংসদীয় কমিটিতে এ বিষয়ে আলোচনা হতে পারে। আমার মনে হয় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। সংবিধানে যে বাক-স্বাধীনতার কথা বলা আছে, ফ্রিডম অব প্রেসের (সংবাদপত্রের স্বাধীনতা)কথা বলা আছে, আমরা তা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেখানে (আইনে)যদি কোনও সন্দেহ থাকে, সেটা দূর করার জন্য যে যে প্রচেষ্টা দরকার, আমরা সেই সেই প্রচেষ্টা নেবো। সেই কারণেই সংসদীয় কমিটিতে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করে যে আইনটা করতে পারবো সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, কেউ ভীত হবে না। এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আলোচনার মাধ্যমে এই উদ্দেশ্য সাধিত হবে বলে আমার মনে হয়।’

বিএফইউজের সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব বিষয়ে মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের বলেন,‘আমরা একটা লিখিত মতামত আইনমন্ত্রীকে দিয়েছি। বিভিন্ন ধারা সম্পর্কে আমাদের ১০টি পর্যবেক্ষণ এবং একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। স্পিকারের কাছে গতকাল একই প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি। তিনি বলেছেন, এ বিষয়ে কথা বলার জন্য যোগ্য ব্যক্তি হচ্ছেন মন্ত্রী। আমরা আইনমন্ত্রীর সঙ্গে কথা বললাম, তিনি আমাদের বলেছেন- সংসদীয় স্থায়ী কমিটিতে যদি বিস্তারিত আলোচনা হয়, তাহলে নিশ্চয় একটা ভালো ফল পাওয়া যাবে।’

বিএফইউজের প্রস্তাবের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় যৌক্তিক। তার কারণ হচ্ছে- এডিটরস কাউন্সিলের প্রতিনিধিরা যে বক্তব্য তুলে ধরেছিলেন তার সঙ্গে এটার অনেক মিল আছে। ওইখানেও আমি বলেছি যৌক্তিক। যৌক্তিক নিশ্চয়, তার কারণটা হচ্ছে- আমাদের বক্তব্যটাও যদি শোনা হয়, তখন সংসদীয় কমিটির বৈঠকে যদি আমরা পারস্পরিক বক্তব্য দেই, তাহলে অনেক কিছু পরিষ্কার হবে। যে প্রস্তাবনা এসেছে সেগুলোরও একটা সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মে মাসের শেষের দিকে সংসদীয় কমিটির সভাপতি বেসরকারি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটিসিও), বিএফইউজে এবং এডিটরস কাউন্সিলের সকলকে একটি মিটিংয়ে ডাকবেন।’

মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিভিন্ন ধারা নিয়ে আমাদের যে উদ্বেগ তা তুলে ধরেছি। যে ধারাগুলো সংশোধন করার জন্য আমরা যেমন দাবি জানিয়েছি সে অনুযায়ী আমরা একটি প্রস্তাবনা দিয়েছি। তার পাশাপাশি আমরা বলেছি, আইনটি সংসদে পাস হওয়ার পর, প্রয়োগ করার ক্ষেত্রে সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য প্রাতিষ্ঠানিক সেফটিনেট থাকা উচিত। আইসিটি আইনের ৫৭ ধারার বিরুদ্ধে যখন ব্যাপক অপপ্রয়োগের অভিযোগ ওঠে, তখন সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয় যেখানে বলা হয়- ৫৭ ধারা যদি সাংবাদিক বা গণমাধ্যমের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন লাগবে। আমাদের দাবির মধ্যে ছিল- গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কিছু প্রয়োগ করতে হয়, তাহলে প্রাথমিকভাবে এটি প্রেস কাউন্সিলে যাবে। প্রেস কাউন্সিল একটি ছোট কমিটির মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করে দেখবে, আইনটি সাংবাদিকের জন্য প্রয়োগ করা যায় কিনা? ওই কমিটিতে সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন, এমপি ও সরকারের প্রতিনিধিরা থাকবেন। আমরা এরকম একটি প্রস্তাবনা দিয়েছি, যাতে প্রেস কাউন্সিলকে প্রাথমিকভাবে সম্পৃক্ত করা যায়, প্রেস কাউন্সিলও শক্তিশালী হয়।

 

 

/এসএমএ/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি