X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এপ্রিলেই কোটা বাতিলের প্রজ্ঞাপন না হলে আবারও আন্দোলনের ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ১২:৫৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১২:৫৮

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন এই মাসের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত কোটা বাতিলের বিষয়টি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা না হলে আগামী মাস থেকে আবারও আন্দোলনে যাবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন করে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর এই কথা জানান।

নুরুল হক নূর বলেন, ‘প্রধানমন্ত্রী কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন, তা যদি এই মাসের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ না করা হয় তাহলে আগামী মাস থেকে আমরা আবারও আন্দোলনে নামবো।

সংবাদ সম্মেলনে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘টার্গেট সরকার পতন, পিস্তলের গুলি চালিয়ে ছাত্র মৃত্যুর গুজব রটানো’ শিরোনামে খবর প্রকাশেরও তীব্র নিন্দা জানানো হয়।

আরও পড়ুন- কোটা বাতিল, পরিষ্কার কথা: প্রধানমন্ত্রী

পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন,‘জনকণ্ঠের ২০ এপ্রিল অনলাইন ভার্সন ও ২১ এপ্রিল প্রিন্ট ভার্সনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রকাশিত খবরটি আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টার মধ্যে প্রত্যাহার করা না হলে দৈনিক জনকেণ্ঠর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আগামী ৩০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবে বলে জানানো হয়।

এছাড়া অজ্ঞাত মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে সংবাদ সম্মেলনে নূর বলেন,‘সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধীদের নামে মামলা করা হোক। আমরা চাই না অজ্ঞাত মামলার নামে কেউ হয়রানির শিকার হোক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নভাবে কর্মসূচি চালিয়ে এলেও সম্প্রতি বিষয়টি আন্দোলনে রূপ নেয়। গত ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। এর ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা শোভাযাত্র নিয়ে বের হয়ে শাহবাগ মোড়ে জড়ো হয় এবং সড়ক অবরোধ করে। সে রাতেই পুলিশ তাদের উঠিয়ে দিতে কাঁদানে গ্যাস ছুড়লে ও লাঠিচার্জ করলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরদিন থেকে এ আন্দোলন দেশের সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ ও সরকার নানা উদ্যোগ নিয়েও আন্দোলনটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে  ১১ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন,‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনও কোটারই দরকার নেই।’ এর মাধ্যমে সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন তিনি। তার ভাষ্য, ‘কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে। এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবারও সংস্কারের কথা বলবে। কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোনও কোটারই দরকার নেই।’

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া