X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সারাদেশে বজ্রাঘাতে আট জন নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মে ২০১৮, ১৫:১২আপডেট : ০২ মে ২০১৮, ১৭:৪৩

 

বজ্রাঘাত

সারাদেশে বজ্রাঘাতে আট জন নিহত ও চার জন আহত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :   

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে বজ্রাঘাতে আলী আকবর (৩২) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় এক কৃষি শ্রমিক ও  শিশু আহত হয়েছে। বুধবার দুপুরে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বলদা হাওর ও দামপাড়া ইউনিয়নের নবীনপুর হাওরে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর নিকলী উপজেলার শেখ নবীনপুর গ্রামের মৃত নিলু মিয়ার ছেলে।

গুরুতর আহত অবস্থায় কারপাশা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মলু মিয়ার ছেলে সাইকুল মিয়া (৪২) ও একই গ্রামের বকুল মিয়ার ছেলে টিটু মিয়াকে (১০) আশঙ্কাজনক অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুই কৃষক।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মকা গ্রামের ছাইম উল্লার ছেলে আজিম উদ্দিন (৪০), একই উপজেলার বল্লবপুর গ্রামের তাহির মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) ও নবীগঞ্জ উপজেলার রুকনপুরের আব্দুল জব্বার (৫০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার মকার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে আজিম উদ্দিন (৪০) ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে একই সময়ে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের রোকনদিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে শাহিন মিয়ার (২৫) মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুই কৃষক। আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী জানান, বুধবার সকালে রোদ থাকায় কৃষকরা হাওরে যান ধান কাটতে। সকাল সাড়ে ১১টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাত ঘটলে তারা মারা যায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার পৃথক সময়ে বজ্রাঘাতে দুজন নিহত হয়েছেন। নিহতরা সবাই ধান কাটার শ্রমিক বলে তিনি জানিয়েছেন।

অপরদিকে জেলার নবীগঞ্জ উপজেলার রুকনপুরে বজ্রাঘাতে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে স্থানীয় হাওরে কাজ করার সময় বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।  

রাজশাহী: রাজশাহীতে ব্রজাঘাতে মোজাফ্ফর হোসেন মুসা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  নগড়ের দামকুড়া  থানা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুরের দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে মোজাফ্ফর হোসেন ব্রজাঘাতে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জমিতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। 

নিহত ওই কৃষক সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া চাঁদপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে সোনাদ্দী (৪৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।   

চরবাগডাঙ্গা ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান টুটুল জানান, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁদপুর গ্রামে বুধবার সকালে সোনাদ্দীসহ আরও কয়েকজন কৃষক ধান কাটছিল। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই সোনাদ্দী মারা যান।     

পঞ্চগড়: পঞ্চগড়ে বজ্রাঘাতে মর্জিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা ওই এলাকার ছাত্তার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে গ্রামের কিছু নারীসহ মর্জিনা আক্তার তার বাড়ির একটি কক্ষে পবিত্র শবেবরাতের ইবাদত করছিলেন। এ সময় বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানো শুরু হলে মর্জিনা ঘরে থাকা তার শিশুকে আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হন। গুরুতর আহতাবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে শিশুটির কোনও ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  
 

নওগাঁ: নওগাঁর মান্দায় ধান কাটার সময় নাজমুল হক (৩০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।  বুধবার  বিকেল ৩টার দিকে উপজেলার ভারশো ইউনিয়নের উতরাইল বিলে এ ঘটনা ঘটে।  নিহত কৃষি শ্রমিক নাজমুল উপজেলার ভারশো ইউনিয়নের মহানগর গ্রামের সাইফুদ্দীনের ছেলে।





স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে নাজমুলসহ ১০-১২ জন শ্রমিক উপজেলার উতরাইল বিলে ধান কাটছিলেন। দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড় শুরু হয়। বিকেল ৩টার দিকে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন