X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মাউশির ইএমআইএস বিকল, সাড়ে চার হাজার শিক্ষকের মে মাসের এমপিও হাতছাড়া হওয়ার শঙ্কা

এস এম আববাস
১২ মে ২০১৮, ১১:৪৮আপডেট : ১২ মে ২০১৮, ১৪:১৯

মাউশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পে-অর্ডার) সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য চালু করা ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) বিকল হয়ে গেছে। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগে গত বুধবার (৯ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ইএমআইএস পারিচালনা কক্ষের সব কয়টি কম্পিউটার পুড়ে পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়। শুক্রবার (১১ মে) সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি। এই ঘটনার পর নতুন করে এমপিওভুক্তির অপেক্ষায় থাকা প্রায় সাড়ে চার হাজার বেসরকারি শিক্ষকের এমপিওভুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা নিশ্চিত করা যাচ্ছে না। রবিবারের (১৩ মে) মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হলে অ্যভন্তরীণ ক্ষতির পরিমাণ জানা যাবে। যদি পুরো সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগবে ইএমআইএস চালু হতে। তবে সিস্টেম ঠিক থাকলে রবিবারের পর দু-এক দিনের মধ্যেই ইএমআইএস চালু করা যাবে।

এদিকে, মে মাসে  এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষকদের আবেদন কেন্দ্রে পৌঁছানোর সময় দেওয়া আছে ১৮ মে।  এ সময়ের মধ্যে যদি দেশের ৯টি আঞ্চলিক অফিস শিক্ষক ফাইল ও তথ্য পাঠাতে না পারে, তাহলে এ মাসের এমপিও পাবেন না শিক্ষকরা। এর আগে গত মার্চ মাসে আঞ্চলিক পরিচালকের অবহেলায় রংপুরের প্রায় দেড় হাজার শিক্ষক এমপিও বঞ্চিত হন। এবারও ওই বঞ্চিত দেড় হাজারসহ প্রায় সাড়ে চার হাজার শিক্ষক বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ফিন্যান্স ব্যাকিং ও বীমা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১৮ তারিখের মধ্যে আঞ্চলিক অফিস থেকে মাউশিতে তথ্য ও ফাইল পাঠনোর শেষ দিন। এ অবস্থায় আমাদের ফাইল ও তথ্য পাঠানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনও কারণে সময় না বাড়ানো হলে আমরা এ মাসেও এমপিও পাবো না। চারমাস পর আবার নতুন করে এমপিওভুক্তির সুযোগ পাবো।’

এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যদি ইএমআইএস চালু হতে দেরি হয়, সেক্ষেত্রে সময় বাড়িয়ে দেওয়া হবে। কোনোভাবেই শিক্ষকদের সমস্যায় ফেলা হবে না।’

প্রোগ্রামার মো. জহির উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘যদি অভ্যন্তরীণ ড্যামেজ বেশিও হয়, তাহলে আমাদের ব্যাক-আপ রয়েছে। রবিবার বিদ্যুৎ সংযোগ পেলে তা নিশ্চিত হয়ে এক সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হবে। আর যদি বেশি ক্ষয়ক্ষতি না হয়ে থাকে, তাহলে রবিবারের পর দু-একদিনের মধ্যেই সার্ভার চালু করা সম্ভব হবে।’

আরও পড়ুন- আবারও আন্দোলনে যাচ্ছেন শিক্ষকেরা!

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫