X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে জামিন পেলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ১৫:৩০আপডেট : ১৬ মে ২০১৮, ১৫:৪৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল খারিজ করে জামিন দেওয়ার কারণ জানালেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, ‘আপিল আবেদন শুনানির জন্য অপেক্ষমাণ থাকাকালে কোনও মামলায় জামিন আদেশ দেওয়া হলে সেই আদেশের বিরুদ্ধে আপিলের (স্থগিত চেয়ে) সুযোগ নেই। আমরা আদালতকে অবগত করেছি। তাই আদালত রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিল খারিজ করে দিয়েছেন।’ 

বুধবার দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।  

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালতে আমরা নজির দেখিয়েছি তাতে দেখা গেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই উপমহাদেশে এ ধরনের কোনও ইতিহাস নেই যে, পেনডিং আপিলে (অপেক্ষমাণ আপিল) বেইল (জামিন) দেওয়া হলে তার বিরুদ্ধে আপিল (যেমনটি খালেদা জিয়ার মামলায় হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করেছিল) করা হয়। যার ফলে আইনগতভাবে খালেদা জিয়া জামিন পেয়েছেন।’  

তার অভিযোগ, ‘খালেদা জিয়ার জামিন আটকাতে সরকার ও দুদক এক হয়ে গেছে। আইনে বলা আছে, দুদক একটি স্বাধীন কমিশন। কিন্তু এখানে (জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়) দুদকের স্বাধীনতা রইলো? অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। উনি মূলত সরকারের পক্ষেই কাজ করেছেন এবং অসৎ উদ্দেশ্যে তারা খালেদা জিয়াকে আড়াই মাস কারাগারে রাখলো।’ 

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন আরও বলেন খোকন, ‘তার বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে। আমরা আশা করি, আগামী সপ্তাহের মধ্যে এসব মামলায় শুনানি করে তাকে জামিন করাতে পারবো।

আমরা ওইসব মামলায় এর আগেও শুনানি করে এসেছি। শুনানিকালে দেখেছি মামলাগুলোর মেরিট নেই। ওসব মামলার মূল আসামিদের জামিন দেওয়া হয়েছে। অথচ সহযোগী আসামিদের শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তাই জামিন পাওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী।’

প্রসঙ্গত,এর আগে বুধবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলার আপিলের পেপারবুক এরই মধ্যে প্রস্তুত হয়ে যাওয়ায় হাইকোর্টের আপিল শুনানি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

 

আরও পড়ুন:

কয়টি মামলায় খালেদা জিয়ার জামিন প্রয়োজন জানেন না আইনজীবীরা

 

 খালেদা জিয়ার মুক্তিতে এখনও যেসব বাধা

৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানির জন্য দুদক প্রস্তুত

আপিল খারিজ, খালেদা জিয়ার জামিন বহাল

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা