X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৩:৫২আপডেট : ২১ মে ২০১৮, ১৫:২৬

মন্ত্রিপরিষদ-বৈঠক

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২১ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘এ যাবত এটি ১৯৭৭ সালের অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়ে আসছিল। এখন এটাকে আইনে পরিণত করা হয়েছে। আগে এই অধ্যাদেশটি ইংরেজিতে ছিল, এখন বাংলায় করা হয়েছে। কারণ, দেশের সব আইন বাংলায় করার জন্য হাইকোর্টের আদেশ রয়েছে। হাইকোর্টের আদেশ মেনে এটি বাংলায় করা হয়েছে। ভবন সংক্রান্ত গবেষণা করা হবে এই আইনের প্রধান কাজ।’

সচিব বলেন, ‘এই আইনের ৭ ধারায় ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নামে একটি কমিটি করার কথা বলা হয়েছে। এই পরিষদের প্রধান/চেয়ারম্যান হবেন গণপূর্তমন্ত্রী। পরিষদে ২০ ক্যাটাগরির প্রতিনিধি থাকবেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী অথবা সচিব এই পরিষদের ভাইস চেয়ারম্যান হবেন।  তবে প্রতিমন্ত্রী-উপমন্ত্রী থাকাকালীন মন্ত্রণালয়ের সচিব এই পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ‘পরিষদকে বছরে কমপক্ষে দু’টি সভা করতে হবে। কমিটির মোট সদস্যের অর্ধেকের বেশি সদস্য উপস্থিত থাকলে কোরাম হবে বলে গণ্য হবে। এই আইনের ৯ ধারায় আরেকটি নির্বাহী কমিটি গঠনের কথা বলা হয়েছে।’

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও