X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ঈদ বোনাস দয়া বা প্রথা নয়, অধিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ১৫:০২আপডেট : ২৫ মে ২০১৮, ২০:২৩

মানববন্ধনে শ্রমিকরা ২০ রমজানের মধ্যে সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতার পাশাপাশি বোনাস দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটি বলছে, ‘ঈদ বোনাস এখন আর দয়া বা প্রথা নয়, আইনগত অধিকার। তাই ২০ রমজানের মধ্যে প্রত্যেক শ্রমিককে ঈদ বোনাস ও বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এসব কথা বলেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘ঈদ বোনাস শ্রমিকদের দয়া নয়, বরং আইনগত অধিকার। অথচ অনেক গার্মেন্টস মালিকই শ্রমিকদের ঈদ বোনাস দেয় না অথবা দিলেও তা হয় ইচ্ছামাফিক। তাই ২০ রমজানের মধ্যে সব গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন ভাতা পরিশোধ করতে হবে।’

তিনি আরও বলেন,  ‘প্রতিবছরই কিছু কিছু মালিক ঈদের আগে শ্রমিকদের বোনাস এবং বেতন ভাতা নিয়ে টালবাহানা এবং ছলচাতুরির আশ্রয় নেন। যার ফলে এসব কারখানার শ্রমিকদের অমানবিক অবস্থার মুখোমুখি হতে হয়। ফলে তারা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। এসব ব্যাপারে সরকার, বিজিএমইএ, এমনকি সব আইন প্রয়োগকারী সংস্থাসহ সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। কোনও মালিক এ বছর এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তাকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা ফারুক খান, শাফিয়া পারভীন, ফরিদুল ইসলাম নাসিমা আক্তার, রফিকুল ইসলাম রফিক, কবির হোসেন ও সাহিদা আক্তার প্রমুখ।

 

 

/এসএস/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী