X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফার্মগেটে ধর্ষণ ও নিপীড়নবিরোধী মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ১৫:০৩আপডেট : ২৬ মে ২০১৮, ১৫:৫৪

 

ফার্মগেটে ধর্ষণবিরোধী মানববন্ধন (ছবি-সংগৃহীত)

নারী-শিশুদের ধর্ষণসহ যৌন ও শারীরিক নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে আজ  শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কোনও পরিচয় ছাড়াই ধারাবাহিক এই আয়োজন চলছে কিছু সচেতন মানুষের উদ্যোগে আর তাদের সঙ্গে প্রতিটি এলাকাতেই যুক্ত হচ্ছেন নারীর প্রতি সহিংসতা রুখে দাঁড়ানোর প্রত্যয়ী মানুষেরা। ফার্মগেটেও সব বয়সের সচেতন মানুষের উপস্থিতিতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, তারা নারী-শিশুদের ধর্ষণসহ যৌন ও শারীরিক নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ জানাতে কয়েকমাস ধরে রাজধানীর বিভিন্ন স্পটে দাঁড়াচ্ছেন। যে স্পটে দাঁড়াচ্ছেন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সেই এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিচ্ছেন। তারা বলছেন, নারীর প্রতি সহিংস আচরণের মাত্রা দিন দিন বাড়ছে, এখনই সর্বস্তর থেকে প্রতিবাদ না জানালে পরিস্থিতি আরও খারাপ হবে।

এ প্রতিবাদ কর্মসূচিতে ‘ধর্ষণের জন্য ধর্ষক দায়ী, পোশাক নয়’, ‘ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে না’, ‘৭ বছরের শিশুকে ধর্ষণ কেন?’  ‘ধর্ষণ প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন’সহ নানা আহ্বান প্ল্যাকার্ডে লিখে রাজপথে দাঁড়িয়েছিলেন তারা।

মানববন্ধনে মেয়েকে নিয়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক

মানববন্ধন থেকে অন্যতম আয়োজক শামীম আরা নীপা বলেন, আমরা এই আয়োজনের সঙ্গে আছি যেন সবাই নিজ দায়িত্বে এগিয়ে আসে। যে যার জায়গা থেকে যৌন নিপীড়নের বিপক্ষে যেন দাঁড়ায়। আমরা দাঁড়িয়েছি, দাঁড়াতেই থাকবো। আমাদের দেখাদেখি আরও মানুষ রাস্তায় নামবেন, আন্দোলন গড়ে তুলবেন এই প্রত্যাশা। আমরা চাই প্রতিটি সচেতন মানুষ ধর্ষণ ও সহিসংতা প্রতিরোধে এগিয়ে আসবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফামিদুল হক গিয়েছিলেন মেয়েকে নিয়ে প্রতিবাদ মানববন্ধনে। সেখানে মেয়েটি নিজহাতে ধর্ষণবিরোধী পোস্টার লিখে দাঁড়িয়েছেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি, শ্যামলী, শেখেরটেক, শঙ্কর, উত্তরা, মিরপুরসহ বেশকিছু এলাকায় এই প্রতিবাদ মানববন্ধন করা হয়েছে।

 

/ইউআই/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!