X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের জেনারেলদের বিচারের ব্যবস্থা করার আহ্বান সুশীল সমাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ২১:৪৪আপডেট : ২৭ মে ২০১৮, ২১:৫৮






রোহিঙ্গা সংকট রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুরোধে বাংলাদেশকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে দেশের সুশীল সমাজ। রবিবার (২৭ মে) সুশীল সমাজের ৪১ জন প্রতিনিধির সই করা এ সংক্রান্ত একটি বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রি-ট্রায়াল চেম্বারের অনুরোধে সাড়া দেওয়া হলে এটি হবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার গত ৭ মে চিঠি পাঠিয়ে বাংলাদেশ সরকারকে প্রকাশ্যে বা গোপনীয়ভাবে মতামত জানানোর জন্য অনুরোধ করেছে। আগামী ১১ জুনের মধ্যে বাংলাদেশকে মতামত জানানোর সময় দেওয়া হয়েছে।
বাংলাদেশের কাছে আইসিসি তিনটি বিষয়ে মতামত চেয়েছে— মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার পরে রোহিঙ্গাদের অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে শুনানির জন্য কোর্টের অধিকার এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য।
নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন এ হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আমরা বিবৃতিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছি এবং সরকারকে আইসিসির অনুরোধে সাড়া দেওয়ার জন্য বলেছি।’
তিনি বলেন, বাংলাদেশকে একই ঘটনার মুখোমুখি হতে হয়েছিল ১৯৭১ সালে, যখন এখান থেকে ১ কোটির বেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিল।
মিয়ানমারে যারা রোহিঙ্গাদের ওপর চালানো জাতিগত নিধনের সঙ্গে জড়িত তারা যেন বিচারের মুখোমুখি হয়, সেজন্য বাংলাদেশের একটি কর্তব্য রয়েছে বলে মনে করেন শিরিন হক।
বিবৃতিটিতে শিরিন হকও সই করেছেন।
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু হওয়ায় গত বছরের ২৫ আগষ্ট থেকে তারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালাচ্ছে বলে জাতিসংঘ থেকে একাধিকবার বলা হয়েছে।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা