X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইফতার মাহফিলের নামে সরকারবিরোধিতাও দেখা যায়: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ০৩:১৪আপডেট : ০৬ জুন ২০১৮, ১৩:৪৩

 



অনুষ্ঠানে শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইফতার মাহফিলের নাম করে সরকারের বিরুদ্ধ আচরণ করার পাশাপাশি পুরো রাষ্ট্রকে টেনে নামানোর একটা প্রচেষ্টা লক্ষ করা যায়। এ রকম কাজ যারা করে তাদের বিরত রাখার চেষ্টা করতে হবে। মঙ্গলবার (৫ জুন) বিকেলে রাজধানীর একটি কনভেনশন হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এনআরবি ভিআইপিদের সম্মাননা কার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



শাহরিয়ার আলম বলেন, ‘ইফতার মাহফিলের নাম করে সরকারের বিরুদ্ধ আচরণ করার পাশাপাশি পুরো রাষ্ট্রকে টেনে নামানোর একটা অপচেষ্টা দেখা যায়। এ রকম কাজ যারা করে তাদের বিরত রাখার চেষ্টা আপনারাই করবেন। এরকম সভা-সেমিনারে অনেকে না বুঝেই যান, অন্য অনুষ্ঠানের নাম করে তারা আপনাদের এসব অনুষ্ঠানে নিয়ে যায়। এ সম্পর্কে প্রবাসী ভাই-বোনদের সচেতন করে দেবেন। প্রয়োজন হলে সরকারের দৃষ্টিগোচর করবেন।
মধ্যপ্রাচ্যের কিছু দেশে প্রবাসীদের কাছ থেকে চাঁদা তুলে বাংলাদেশে জঙ্গি অর্থায়ন করা হয়েছে দাবি করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা বিগত বছরগুলোতে দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের কাছ থেকে চাঁদা তুলে বাংলাদেশের জঙ্গিবাদে অর্থায়ন করতে। এটার প্রবণতা এখন আর নেই। তবে ভবিষ্যতে যে হবে না, এটার কোনও গ্যারান্টি নেই। একটি দেশকে প্রতিনিধিত্ব করছেন আপনারা বিদেশে, সেই দেশের ভাবমূর্তি নষ্ট করে কোনও লাভ তো নেই। এই দেশের ভাবমূর্তি বাড়লে আপনাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে। আপনাদের আয়-উন্নতির পাশাপাশি স্বাভাবিক অবস্থার উন্নতি হবে। সেই সঙ্গে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার কোনও প্রবাসী ভাই-বোনদের দ্বারা যেন না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন।’

 

/এসও/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন