X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে সিএমএইচে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৮, ১৩:৫৯আপডেট : ১২ জুন ২০১৮, ১৬:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সরকারের সর্বোচ্চ ব্যবস্থায় যেখানে উন্নত চিকিৎসা হবে, সেখানেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমরা তাকে (খালেদা জিয়া) প্রস্তাব দেবো সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার।’ মঙ্গলবার (১২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কানদারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কানদারের চিঠি নিয়ে উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ দুই চিকিৎসক দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় তারা খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার অনুরোধ জানান।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার পক্ষে দুইজন এসেছিলেন আমার কাছে। আমার সঙ্গে দেখা হওয়ার আগেই একটি পত্র দিয়েছেন। আমরা তাকে জানিয়েছি, বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল রয়েছে, সেখানে নিয়ে যাবো, কিন্তু তিনি সম্মত হননি। আমাদের আইজি প্রিজন অন্যান্য সরকারি হাসপাতালে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাতে তিনি যদি সম্মতি প্রকাশ করেন, তাহলে সেটা আমরা দেখবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইজি প্রিজন বলেছেন, খালেদা জিয়া যদি সিএমএইচে যেতে চান সেখানে আমরা তাকে নিয়ে যাবো, পরীক্ষা-নিরীক্ষা করবো।’ মোটকথা আমরা সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি সরকারিভাবে যেটা সম্ভব। প্রাইভেট হাসপাতালটির চেয়েও সিএমএইচ অনেক সমৃদ্ধ। সেখানে অনেক বেশি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমরা সেই প্রস্তাব দেবো, তারপর তিনি (খালেদা জিয়া) যে প্রতিক্রিয়া জানাবেন, আমরা তা দেখবো।’

নিজেদের খরচে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে চান খালেদা জিয়া—এমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ক্লিয়ারলি বলছি সরকারিভাবে সর্বোচ্চ যেখানে যাওয়া যায় সেই চেষ্টা করছি। আমি মনে করি তার সেখানে (সিএমএইচ) যাওয়া উচিত।’

ইউনাইটেড হাসপাতালে আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটার কোনও যুক্তি আছে বলে আমার মনে হয় না। সিএমএইচের মতো জায়গায় না যাওয়ার কোনও যুক্তি আছে বলে আমার মনে হয় না। ইউনাইটেডের চেয়ে সিএমএইচে সুযোগ-সুবিধা বেশি।’

সিএমএইচে যদি খালেদা জিয়া যেত সম্মত না হন, তাহলে কী করা হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তখন সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থা নেবো, কী করা যায়।’

খালেদা জিয়া ঈদের আগে মুক্তি পাবেন কিনা, কারাগারেই ঈদ করছেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোর্ট জানে, বিচার বিভাগ জানে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত রয়েছি।’

আরও পড়ুন:

খালেদা জিয়াকে ইউনাইটেডে চিকিৎসায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভাইয়ের আবেদন



ইউনাইটেড ছাড়া অন্য কোথাও যেতে রাজি নন খালেদা জিয়া (ভিডিও)

/এসএমএ/এআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি