X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এখনও ঢাকা ছাড়ছে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৮, ১৪:২৩আপডেট : ১৭ জুন ২০১৮, ১৪:২৫

গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় (ছবি: সাদ্দিফ অভি) ঈদের পরদিনও আপন নিবাসে ছুটছে মানুষ। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যাত্রা করছেন তারা। রবিবার (১৭ জুন) দুপুরে ঢাকার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।

টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের আনাগোনা লক্ষণীয়। যাত্রী ছাউনিতে বাসের জন্য অপেক্ষা করছেন তারা। সবার চোখেমুখে বাড়ি ফেরার আনন্দের রেশ। অপেক্ষারত যাত্রীদের মধ্যে বেশিরভাগই পরিবার নিয়ে রওনা দিয়েছেন।

গাবতলীর বিভিন্ন কাউন্টারে কথা বলে জানা গেছে, রবিবার সকালবেলা অনেকেই ঢাকা ছেড়ে গেছেন। তাদের মধ্যে উত্তরবঙ্গ ও রাজবাড়ীর যাত্রী সংখ্যা বেশি। এছাড়া দক্ষিণবঙ্গের মানুষও আছে, তবে তা হাতেগোনা।

চুয়াডাঙ্গা ডিলাক্সের কাউন্টারে পাওয়া তথ্য অনুযায়ী, আজ রবিবারও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ গ্রামের বাড়ি যাচ্ছেন। সকাল থেকে তাদের দুটি গাড়ি ছেড়ে গেছে।

গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় (ছবি: সাদ্দিফ অভি) হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার নজরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজও যাত্রী সংখ্যা মোটামুটি। আসন ভরে যাওয়ার পর আমরা গাড়ি ছাড়ছি।’

বাসের আসন পূর্ণ হলেই গাড়ি ছাড়ছে বলে বিরক্তি প্রকাশ করলেন কেউ কেউ। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. ইসমাইল বলেছেন, ‘বাসের জন্য অপেক্ষা করছি, আসন ভরে গেলে নাকি ছাড়বে। ঘণ্টাখানেক লাগবে মনে হয়।’

বাস কাউন্টারে বসে কথাগুলো বলছিলেন মো. ইসমাইল। পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন তিনি। যদিও এবার তার বাড়ি যাওয়ার কথা ছিল না। কিন্তু হঠাৎ পারিবারিক কাজে বাড়ি যেতে হচ্ছে তাকে।

গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় (ছবি: সাদ্দিফ অভি) শুধু গ্রামের বাড়িতেই নয়, অনেকে ঈদের ছুটিতে ঢাকার বাইরে ঘুরতেও যাচ্ছেন। তাদেরই একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব। জয়পুরহাটে বেড়াতে যেতে বন্ধুদের জন্য অপেক্ষা করছেন তিনি। সজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে বসে আছি, কিন্তু টিকিট নেই। বন্ধুরা এলে সিদ্ধান্ত নেবো কী করবো।’
জানা গেছে, যাত্রী সংখ্যা আসন ভরে যাওয়ার মতো হলে ডিপো থেকে আনা হচ্ছে কাউন্টারে। একই গন্তব্যে তেমন উল্লেখযোগ্য যাত্রী পাওয়া না গেলে কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট নেই। 

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএলে সুযোগ পেলেও যে কারণে যাওয়া হয়নি শরিফুলের
আইপিএলে সুযোগ পেলেও যে কারণে যাওয়া হয়নি শরিফুলের
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট