X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্কুল শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দেবে ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৮:৫৩আপডেট : ২১ জুন ২০১৮, ১৯:৩৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত

বাংলাদেশে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দেবে ব্রাজিল। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (২১ জুন) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা। এ সময় তিনি বাংলাদেশের স্কুল শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ দিতে রাজি হন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে ফুটবলের উন্নয়নে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে ব্রাজিল। মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তা ব্রাজিল সফর করে এসেছেন। সেখানে কথাবার্তা হয়েছে। সেটারই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এসেছিলেন। তার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের (ব্রাজিল) সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা চীনে যেভাবে সোশ্যাল প্রোগ্রামের আওতায় প্রাইমারি লেভেল থেকে শুরু করে স্কুল লেভেলে ফুটবলের প্রশিক্ষণ ও সহযোগিতায় কাজ করছে, সেভাবে বাংলাদেশ সরকারের সঙ্গেও কাজ করতে চায়। ইতোপূর্বে এ নিয়ে আলোচনা হয়েছে, আজকেও হলো।’
বিকেএসপি ভিজিটের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে বীরেন শিকদার বলেন, ‘ফুটবলে বাংলাদেশ যাতে আরও এগিয়ে যেতে পারে, সেজন্য তারা কোচ দিতে এবং আমাদের কোচদের ট্রেনিং দিতেও রাজি হয়েছে। আমাদের সহযোগিতা দিতে তারা নীতিগতভাবে রাজি হয়েছে।’
বীরেন শিকদার জানান, প্রাইমারি লেভেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমাদের অনূর্ধ্ব-১২ বছর বয়সী ছেলেমেয়েদের অনেক উন্নতি হয়েছে। কিন্তু ১২ বছরের পর আর এই ধারাবাহিকতা থাকে না। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য একটি ফুটবল টুর্নামেন্ট আমরা চালু করবো।’
বীরেন শিকদার আরও জানান, ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ এই চার বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে ক্রীড়াবিদদের তালিকা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। আগে কয়েক টার্মে এই পুরস্কারটা দেওয়া হয়নি। এজন্য জট সৃষ্টি হয়েছে। এই জট নিরসন করে আমরা এটাকে আপডেট অবস্থায় রেখে যেতে চাই।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা