X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঠুঁটো জগন্নাথ: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ২২:২৪আপডেট : ২৫ জুন ২০১৮, ২২:৩৫

রাশেদ খান মেনন (ফাইল ছবি) অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে ঠুঁটো জগন্নাথ আখ্যায়িত করেছেন সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানের ২২ পরিারের কাছে মাথা নত করেননি। কিন্তু অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এখন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্ধারণ করে দিচ্ছে সিআরআর কত হবে, ঋণের সুদ কত হবে, আমানতের সুদ কত হবে।’

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সোমবার (২৫ জুন) তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ‘বাজেটে গরিব-মধ্যবিত্তের সঞ্চয়ে টান দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাজেটে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ব্যাংক মালিকেরা। অথচ এই ব্যাংক খাতে চলছে অবাধ লুটপাট। ঋণখেলাপি আর অর্থপাচারের মহোৎসব চলছে। এর খেসারত দিচ্ছে দেশের মানুষ। করের টাকা থেকে এই ঘাটতি মূলধন পূরণ করা হচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে করপোরেট কর কমানো হয়েছে। এনবিআর চেয়ারম্যন বলেছেন সুদের হ্রাসকৃত হার ঠিক না রাখলে আবার সেটা আরোপ করা হবে। কিন্তু অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। আমরা দেখেছি সম্প্রতিকালে আইন সংশোধন করে ব্যাংকগুলোকে পারিবারিক মালিকানায় তুলে দেওয়া হয়েছে। এই ব্যাংক মালিকেরাই গার্মেন্টের মালিক, বীমার মালিক, আবাসন কোম্পানির মালিক।’

তিনি আরও বলেন, ‘খালি চোখেই দেখা যায় সমাজের ওপর তলার কিছু মানুষ ভোগ-বিলাস-লালসার এক অশালীন পর্যায়ে চলে গেছে। উচ্চতর আয় বৈষম্যের দেশগুলোর একটি বাংলাদেশ। ২০১৮ সালের অর্থনৈতিক সমীক্ষাতেও এ চিত্র দেখা যায়।’

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে মেনন বলেন, ‘জিপিএ-৫ শিক্ষার মান নির্দেশ করে না। গোল্ডেন জিপিএ পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় পাস করে না। বছরের পর বছর ছাত্র সংসদগুলোর নির্বাচন হয় না। এজন্য নেতৃত্ব গড়ে উঠছে না।’

‘বন্দুকযুদ্ধে’র সমালোচনা করে তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলছে। কিন্তু বন্দুকযুদ্ধ সমাধান নয়। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রচলিত আইনে মাদক ব্যবসায় জড়িতদের মৃত্যুদণ্ড দিতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। শুধু চুনোপুঁটি ধরলে চলবে না। রাঘব-বোয়ালদের জালে আটকাতে হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।’

প্রধানমন্ত্রী এবার দুর্নীতিবিরোধী অভিযানের নির্দেশ দেবেন বলেও আশা প্রকাশ করেন মেনন।

তিনি বলেন, ‘জল-স্থল-অন্তরীক্ষে আমরা ছুটে চলেছি, অর্থমন্ত্রীর ভাষায়–সমৃদ্ধ আগামীর পথে। কিন্তু বিএনপি-জামায়াত জঙ্গিরা একবার ক্ষমতার চাবিকাঠি হাতে পেলে সবকিছু উল্টে যাবে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।’

সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাশেদ খান মেনন বলেন, ‘ভোটের হিসাব করতে গিয়ে হেফাজতের তোষণ, কারিকুলাম পাল্টে দেওয়া, ভাস্কর্য অপসারণ, সংসদের কিছু আসন দিয়ে খুশি করা–এসব হবে নির্বুদ্ধিতা। সাপ খোলস বদলায়, কিন্তু দাঁতের বিষ ঠিকই থাকে।’

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি