X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিইসি’র আশা, বিএনপি নির্বাচনে আসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৬:০০আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৮:০০

 



সিইসি কেএম নূরুল হুদা বিএনপি জাতীয় নির্বাচনে আসবে বলে আবারও আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে বলে আশা করি। সবাইকে নিয়েই নির্বাচন হবে। বিএনপি চেয়ারপারসনের বন্দির বিষয়টি আইন-আদালতের বিষয়। ওই ব্যাপারে আমাদের কিছু জানা নেই। আমাদের কিছু করণীয়ও এক্ষেত্রে নেই।’ বৃহস্পতিবার (১২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি রয়েছে এবং এই সুযোগ থাকবে।’


আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক প্রশ্নে নূরুল হুদা বলেন, ‘নির্বাচনগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের কথা শুনেছি। কীভাবে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা যায়, তার পরামর্শ দিয়েছি। আমরা আশা করি তিনটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’





অন্যান্য সিটি নির্বাচনের প্রেক্ষাপটে এবার বাড়তি কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে বাড়তি কোনও ব্যবস্থার দরকার পড়ে না। কারণ, নতুন কোনও আইন তৈরি হয়নি যে বাড়তি ব্যবস্থার দরকার হবে। নির্বাচন আইন ও বিধিমালা অনুসারে পরিচালিত হয়। এখানেও সেটা হবে।’
তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, কাজেই সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করণীয় তারা তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের নির্দেশনা তারা প্রতিপালন করবেন।
তিনি জানান, সিটিগুলোতে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সঠিক রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন। সেখানে কোনও ধরনের ঝুঁকি বা আশঙ্কার বিষয় নেই।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন পরিচালনা করতে গেলে অভিযোগ আসতেই পারে। তবে অভিযোগ সঠিক কিনা তা দেখতে হবে। তদন্ত সাপেক্ষে প্রমাণ করতে হবে।’
এর আগে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নির্বাচন কমিশন সচিব, তিন সিটির রিটার্নিং কর্মকর্তাসহ অন্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: 
জাতীয় নির্বাচনের আগে তিন সিটির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: সিইসি

 

/ইএইচএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!