X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

হাতিরঝিল মসজিদ এখন আমবাগানে

শেখ জাহাঙ্গীর আলম
১৭ জুলাই ২০১৮, ১০:০৬আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৬:৫৬

নতুন ঠিকিনায় মসজিদে বাইতুল মাহফুজ মুসল্লিদের নামাজের সুবিধার জন্য ১৯৯৯ সালে হাতিরঝিলের একটি পুকুরে ভাসমানভাবে নির্মাণ করা হয় ‘মসজিদে বাইতুল মাহফুজ’ (হাতিরঝিল মসজিদ)। রাজধানীর সৌন্দর্য্যবর্ধনসহ যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য নির্মিত দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে সময় লাগায় দীর্ঘদিন টিকে ছিল ভাসমান মসজিদটি। অবশেষে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দীর্ঘ ১৯ বছরের পুরোনো মসজিদটি হাতিরঝিল প্রকল্প থেকে সরিয়ে পাশের  আমবাগান এলাকায় নেওয়া হয়েছে। তবে  মসজিদটি স্থানান্তর করায় স্থানীয়দের মধ্যে কিছুটা  ক্ষোভও দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন,  হাতিরঝিল থেকে মসজিদটি স্থানান্তরের সময় কিছুটা ঝামেলা হয়েছিল। কারণ, মসজিদ কমিটি চেয়েছিল ঝিলের মধ্যে মসজিদটি থাকুক। কিন্তু হাতিরঝিল কর্তৃপক্ষ সেটি রাখতে দেয়নি। ঝিল থেকে মসজিদ সরিয়ে নেওয়ার কারণে এখন ওয়ার্ড নম্বর পরিবর্তন হয়ে গেছে। আগে মসজিদটি ছিল হাতিরঝিল এলাকার  ৩৬ নম্বর ওয়ার্ডে আর  এখন সেটি পড়ে গেছে ৩৫ নম্বর ওয়ার্ডে। তাই বর্তমান কমিটি এই মসজিদে যায় না। আর মসজিদের পরিচালনার জন্য নতুন কোনও  কমিটিও এখনও  তৈরি  হয়নি। তাদের দাবি,মসজিদটি আমবাগান এলাকার গলির ভেতরে হওয়ার কারণে মুসল্লির সংখ্যাও আগের চেয়ে কমে গেছে।

হাতিরঝিলে থাকা মসজিদে বাইতুল মাহফুজ সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিল আমবাগান এলাকায় সড়কের মাঝখানে একটি সাইনবোর্ড। সেখানে তীরযোগ চিহ্ন দিয়ে লেখা ‘মসজিদে বাইতুল মাহ্ফুজ’। সড়কের পাশে ওই গলিতে প্রবেশ করে সামনে গেলে দেখা যায় সবুজ রঙের একটি দান বাক্স এবং আরও  একটি তীর চিহ্ন। এর ডান পাশের গলির মুখে রয়েছে স্থানান্তরিত সেই মসজিদ বাইতুল মাহফুজ। ছাই রংয়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে ওজুখানা। এর পাশে মসজিদ ঘরের প্রবেশ দ্বার। টাইলস করা মেঝেসহ  শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে রয়েছে ৪টি এসিসহ ১৭টি সিলিং ফ্যান। মসজিদটি আড়াই কাঠা জমির ওপরে গড়ে উঠেছে।

২০১৪ সাল থেকে ‘মসজিদে বাইতুল মাহফুজ’ (হাতিরঝিল মসজিদ) এর মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘চলতি বছরের ২৩ ফ্রেব্রুয়ারি হাতিরঝিল থেকে এই মসজিদটি সরিয়ে আমবাগান এলাকায় নিয়ে আসা হয়। হাতিরঝিল কর্তৃপক্ষ এলাকার ভেতরে এর জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছে। আড়াই কাঠা জায়গার চারপাশে বাউন্ডারিতে দেয়াল তুলে তার ওপর ছাদ করে দেয় হাতিরঝিল কর্তৃপক্ষ। পরে স্থানীয়দের সহযোগিতায় মসজিদকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। এখানে থাই এর দরজা-জানালা লাগানো হয়েছে। আর  বাকি সব আসবাবপত্র ছিল মসজিদের।’

মোয়াজ্জেম মোহাম্মদ নুরুল ইসলাম আরও জানান, হুট করে মসজিদ সরিয়ে আনার পর থেকে মসজিদ কমিটির কেউ আসেন না।তাছাড়া এখনও মসজিদের জায়গার কাগজ বুঝিয়ে দেওয়া হয়নি মসজিদ কমিটিকে।’

নতুন মসজিদের ভেতর ওজুখানা তিনি বলেন, ‘ঝিলের পাশে যখন মসজিদটি ছিল তখন মুসল্লিদের জায়গা দিতে খুব কষ্ট হতো। আর  এখন মসজিদে শুধুমাত্র শুক্রবার জুমার নামাজে মুসল্লি হয়। গলির ভেতরে হওয়ার কারণে এখন মুসল্লির সংখ্যা অনেক কমে গেছে।’

তিনি জানান, মসজিদের মোতাওয়ালি নজরুল ইসলাম মোড়ল। মসজিদে বাইতুল মাহফুজ এর বর্তমান কমিটি’র সভাপতি শামসুল হক ও সেক্রেটারী মীর শহীদুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৫ সালে হাতিরঝিল আমরাগানের বাসিন্দা নুর মোহাম্মদ মোড়ল ৪ কাঠা জায়গা হাতিরঝিল মসজিদের জন্য ওয়াকফ করেন। তখন আমবাগানের এই জায়গাটিতে একটি পুকুর ছিল। তবে মসজিদ তৈরির আগেই নুর মোহাম্মদ মোড়ল মারা যান। এর  ৩ বছর পর অর্থাৎ ১৯৯৮ সালে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন তার ছেলেরা। পুকুরের ওপরে বাঁশ ও লোহার পাইপের খুঁটি স্থাপন করে তার ওপর পাটাতন তৈরি করে মসজিদ ঘরটি নির্মাণ করা হয়। ১৯৯৯ সাল থেকে এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে শুরু করেন। তখন এই মসজিদের মোতাওয়ালি ছিলেন মৃত নুর মোহাম্মদ মোড়লের ছোট ছেলে ফকরুল ইসলাম মোড়ল। দীর্ঘদিন মোতওয়ালী দায়িত্ব পালনের পর ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এরপর তার বড় ভাই নজরুল ইসলাম মোড়ল মোতওয়ালী হিসেবে দায়িত্ব নেন। এরপর মসজিদে জায়গা বৃদ্ধি করা হয়। নির্মাণ করা হয় মসজিদের বারান্দা। এরপর মসজিদের মেঝে আরসিসি ঢালাই দিয়ে পাকা করা হয়। আর  মুসল্লিদের পারাপারের সুবিধার্থে করা হয় বাঁশের সাঁকো।  

নতুন মসজিদের ভেতর

অন্যদিকে, রাজধানীর যানজট নিরসন, বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধের লক্ষ্যে ২০০৭ সালের অক্টোবরে একনেকে অনুমোদন পায় হাতিরঝিল প্রকল্পটি। এরপর ২০০৮ সালের ডিসেম্বরে এর কাজ শুরু হয়। এরজন্য হাতিরঝিল এলাকার বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়। তখন এই মসজিদের আশপাশের বাসিন্দাদের জমি অধিগ্রহণ হলেও মসজিদটি ঠিকই ছিল। প্রকল্প এলাকাটি ২০১৩ সালের ২ জানুয়ারি জনগণের জন্য উন্মুক্ত হয়। এরপর এ বছরের ২৩ ফেব্রুয়ারি মসজিদটি আমবাগানে স্থানান্তর করে হাতিরঝিল কর্তৃপক্ষ।

মসজিদে বায়তুল মাহফুজ (হাতিরঝিল মসজিদ) মোতাওয়ালি নজরুল ইসলাম মোড়ল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মসজিদ সরানোর বিষয়ে হাতিরঝিল কর্তৃপক্ষ আমাদের কোনও চিঠি দেয়নি। আগে আমরা যখনই মসজিদের কাজ শুরু করতাম তখনই কর্তৃপক্ষ আমাদের বলতো আপনাদের মসজিদ সরাতে হবে। এখন কাজ বন্ধ রাখুন। আমরা এই মসজিদের জন্য জায়গা নির্ধারণ করছি। মসজিদ সরানোর দিনও আমাদের বলা হয়নি। পরে হাতিরঝিল কর্তৃপক্ষই জায়গা নির্ধারণ করে একটি মসজিদ তৈরি করে আমাদের মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।

তবে মসজিদটি গলির ভেতরে গেলেও এতে মুসল্লিদের সুবিধা হয়েছে উল্লেখ করেন একজন স্থানীয়। তিনি বলেন, ‘যখন মসজিদটি হাতিরঝিলে ছিল, তখন ঝুঁকির মধ্য দিয়ে বয়স্ক মুসল্লিদের ব্যস্ততম এই সড়র পার হতে হতো। এখন সেই ঝুঁকিটা নেই। কারণ মসজিদে যেতে হলে সড়ক পার হতে হয় না। এতে মুসল্লিদের কিছুটা সুবিধা হয়েছে।’ 

হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক (রাজউক) মো. জামাল আক্তার ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতিরঝিল একটি দৃষ্টিনন্দন জায়গা। মসজিদ আল্লাহর ঘর। আমবাগান এলাকার লেকের মধ্যে একটি মসজিদ ভাসমান অবস্থায় ছিল। আমরা এই মসজিদের জন্য আমবাগান এলাকায় একটি জায়গা নির্ধারণ করেছি। সেখানে মসজিদটি সরিয়ে নেওয়া হয়েছে। মসজিদ কমিটির সঙ্গে কথা বলেই আমরা আমবাগান এলাকায় সেটি নির্মাণ করেছি।’

 

/এসজেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি