X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়া কঠিন অসুস্থ এই কথাটি সত্য নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১৪:৩৮আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৫:২৩

মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন, কঠিন অসুস্থ এ কথাটি সত্য নয়। আমাদের কারাগারের চিকিৎসক যিনি তিনি প্রতিদিনই তার খোঁজ নিচ্ছেন। আমি আইজি প্রিজনকে প্রায়ই জিজ্ঞেস করি খালেদা জিয়ার ব্যাপারে। তিনি নতুন কোনও রোগে আক্রান্ত হননি। তার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোই আছে।’

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জেল কোড অনুযায়ী আমরা তাকে সর্বোচ্চ সেবা দিতে চেয়েছি। তাকে প্রথমে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সেখানে আর যাবেন না বলেছেন। এরপর তাকে সরকারিভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তিনি সেখানেও যাবেন না। আমার মতে, সরকারিভাবে এরচেয়ে বড় ব্যবস্থা আর কিছুই ছিল না। এরপরও যদি তার এরকমই কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের আইজি প্রিজন আছেন, তিনি ব্যবস্থা নেবেন। জেলের নীতিমালা অনুযায়ী সরকারিভাবে আমরা সব ব্যবস্থা করেছি। যেখানে প্রধানমন্ত্রী নিজে কোনও সমস্যা হলে সিএমএইচে যান, সেখানে খালেদা জিয়া যাওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন। এরপরও তিনি যদি ওই রকম সিরিয়াস হন আমরা ব্যবস্থা নেবো।’

ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারে নির্বাচন কমিশনের নির্দেশনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া কিংবা অভিযোগ ছাড়া কাউকেই নির্বাচনের আগে গ্রেফতার করা হয় না। যাদের করা হয় তাদের বিরুদ্ধে আগেই অভিযোগ কিংবা ওয়ারেন্ট ছিল। নতুনভাবে কাউকে ধরা হচ্ছে না। কোনও জায়গায় হচ্ছে না এবং এটা ভবিষ্যতেও হবে না বলে আমি আশা করি।’

সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিচারিক আদালতের মাধ্যমে মামলা র‍্যাবের কাছে গিয়েছে। আমরা আশা করি র‍্যাব যেকোনও সময়ে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবে। পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে যায় যেগুলোর একটু সময় লাগে সঠিক খবরটি পেতে। আমরাও আশা করি এর সঠিক তদন্ত করে আলোর মুখ দেখবে।’

আরও পড়ুন- খালেদা জিয়া হাঁটতে পারছেন না: ফখরুল

/এসও/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের