X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকার আদালতে একই দিনে তিন ধর্ষণ মামলার চার আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ০৪:১০আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৭:৩২

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে বৃহস্পতিবার ৩টি ধর্ষণ মামলার ৪ জন আসামি জামিন পেয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক  মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এই তিন মামলার আসামিরা জামিন পেয়েছেন। এসব মামলার মধ্যে রাজধানীর কদমতলী থানার একটি, উত্তরা পূর্ব থানার একটি মামলা এবং তেজগাঁও থানার একটি মামলা রয়েছে।
জামিন পাওয়া আসামিরা হলেন কদমতলী থানার ৫৯(৭)২০১৮ নম্বর মামলার আসামি মো. ফয়সাল (৩৩), তেজগাঁও থানার ৫৯(৬) ২০১৮ নম্বর মামলার আসামি দ্বিপ রোজারিও এবং উত্তরা পূর্ব থানার ১(৬)২০১৮ নম্বর মামলার আসামি মো. ঝন্টু (২৪) ও মো. মোফাজ্জল হোসেন (১৯)।

মামলাগুলোর মধ্যে কদমতলী থানার ৫৯(৭)২০১৮ নম্বর মামলার আসামি মো. ফয়সাল (৩৩)-কে বৃহস্পতিবারই গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এই মামলায় আসামির বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। শুনানির পর মামলার নথি বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়ায় এর বেশি তথ্য জানা সম্ভব হয়নি। 

জামিনের বিষয়ে নারী ও শিশু (জিআরও) হামিদুল ইসলাম (উপপরিদর্শক) বলেন, এ আসামির জামিনের বিরোধিতা করে বলেছি, আসামি সদ্য গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছর ধরে ভিকটিমকে ধর্ষণের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

তেজগাঁও থানার মামলায় ভিকটিম (২০)-কে বিয়ের প্রলোভন দিয়ে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে সর্বশেষ গত ১৪ জুন আসামি দ্বিপ রোজারিও ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। মামলায় দাবি করা হয়েছে, ধর্ষণের ফলে ভিকটিম মাঝে একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ভিকটিম নিজেই মামলা দায়ের করেন। গত ১ জুলাই আসামি গ্রেফতার হলে ১৮ দিনের মাথায় বৃহস্পতিবার তিনি জামিন পেলেন। 

জামিনের আদেশে বিচারক বলেন, মামলার বাদী স্বেচ্ছায় আসামির সাথে মেলামেশা করেন। তিনি প্রাপ্তবয়স্ক হওয়ায় ২০ হাজার টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করা হলো।

উত্তরা পূর্ব থানার মামলাটি ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গত ৩ জুন দায়ের করেন শিশুটির দাদা। মামলায় অভিযোগ করা হয়, ধর্ষণের শিকার শিশুটি (১১) উত্তরা ১নং সেক্টরের ৯নং রোডের ১৮নং বাড়ির জনৈক আলী আসগরের বাসায় কাজ করতো। গত ১ জুন রাতে ওই বাসা থেকে সে পালিয়ে গেলে ওইদিন রাত দেড়টার দিকে উত্তরা পূর্ব থানাধীন জসিম উদ্দিন মোড়ের পাশের ৪নং সেক্টরের ৫নং রোডের ১নং নির্মাণাধীন বাড়ির নিচতলায় আসামি মোফাজ্জলের সহায়তায় আসামি ঝন্টুর মাধ্যমে ধর্ষণের শিকার হয়। গত ৩ জুন আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটির দাদা আদালতে একটি হলফনামা জমা দেন। তাতে তিনি বলেন, আসামিদের দ্বারা শিশুটি ধর্ষণের শিকার হয়নি এবং ভুল বোঝাবুঝিতে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সে কারণে আসামিরা জামিন এবং খালাস পেলে আপত্তি নেই বলে আদালতকে জানান তিনি। পরে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। তবে এর আগে ধর্ষণের শিকার শিশুটি নিজেই আসামিদের দায়ী করে আদালতে জবানবন্দি দিয়েছিল।

 

 

/টিএইচ/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়