X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দিতে দুই মন্ত্রণালয়ের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৬:৪১আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২০:০৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন মুক্তিযোদ্ধারা। এই উপলক্ষে রবিবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান ও  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী।

সচিবালায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবন সায়াহ্নে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তারা দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অবস্থিত সকল পর্যায়ের সরকারি হাসাপাতাল বা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। এছাড়াও দেশের ১৪টি বিশেষায়িত হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। সরকারের তহবিল থেকে বিশেষ করে দেশের হাট-বাজার ইজারা দেওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কল্যাণে যে চার শতাংশ হারে রাজস্ব আদায় করা হয়, তা এই চিকিৎসা খাতে ব্যয় করা হবে। বর্তমানে ১ লাখেরও কিছু বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা জীবিত আছেন। এই চুক্তি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে। আগামীতে তা দুই লাখ টাকায় উন্নীত করা হবে। হাসপাতালগুলোতে সরকারি ব্যবস্থাপনায় থাকা সকল সুযোগ-সুবিধার বাইরেও প্রয়োজন হলে এই বরাদ্দ থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করা হবে। অর্থাৎ সরকারি হাসপাতালগুলোতে কোনও টেস্ট বা ওষুধের ব্যবস্থা না থাকলে তখন বেসরকারি হাসপাতাল থেকে সেই সেবা নেওয়ার ক্ষেত্রে বরাদ্দ দেওয়া টাকা থেকে ব্যয় করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরাদ্দ দেওয়া টাকা আগামীকাল সোমবার (২৩ জুলাই) থেকে ১৪টি বিশেষায়িত হাসপাতালের নামে ছাড় দেওয়া হবে। একইসঙ্গে জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা অনুপাতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতেও কাল থেকেই টাকা ছাড় দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। সুচিকিৎসা পাওয়া তাদের অধিকার। আর এর ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।’

 আরও পড়ুন: যে ১৪ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পাবেন মুক্তিযোদ্ধারা

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ