X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আসামের মানুষ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ১৩:৫৭আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৪:২০

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘আসামের খসড়া নাগরিক তালিকায় (এনআরসি) স্থান না পাওয়া ৪০ লাখ মানুষ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আসামের নাগরিকত্ব নিবন্ধনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ। এটি রাজনৈতিক কোনও বিষয় নয়, বিচারিক প্রক্রিয়ায় হচ্ছে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ৪০ লাখ, এটি চূড়ান্ত তালিকা নয়। কাজেই এই বিষয়টি নিয়ে ভারতসহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উদ্বেগের কিছু নেই।’
বৃহস্পতিবার (২ আগস্ট) সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের এ কথা বলেন।
এ বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি তার (হর্ষবর্ধন শ্রিংলা) কাছে জানতে চেয়েছি— নাগরিকত্বের বিষয়টি নিয়ে আসামে কী হচ্ছে? তিনি আমাকে জানিয়েছেন, আদালতের আদেশে আসাম সরকার এটি করছে। বিষয়টি চূড়ান্ত হয়নি। তারা এই মুহূর্তে কাউকে পুশব্যাকও করছে না। আর যে ৪০ লাখ তালিকা করেছে এটিও চূড়ান্ত নয়। কাজেই বাংলাদেশকে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা মাঝে মাঝেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বসি। ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় আমরা তাদের কাছ থেকে গাড়ি পাচ্ছি। সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় ময়নামতি থেকে সড়াইল, আগরতলা থেকে আখাউড়া সড়ক দুটি ফোর লেনের কাজ ২৯ আগস্ট উদ্বোধন করা হবে। সে বিষয় নিয়েও কথা হয়েছে। এছাড়া, দিল্লিতে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর ট্রান্সপোর্ট সেক্টরের ওপর ভিত্তি করে গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। সেই সামিটে অংশগ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনার আমাকে চিঠি হস্তান্তর করেছেন।’
তিনি আরও বলেন, ‘ভারতের কাছ থেকে ৩০০ ডাবল ডেকার, ৫০০ ট্রাক, ১০০ এসি গাড়ি, কিছু যন্ত্রপাতি সব মিলিয়ে প্রায় ১১০০ গাড়ি আমরা পাচ্ছি। ’

/এসআই/এআর/ এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…