X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সারাদেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ২০:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২১:৩৮

 

বর্ণাঢ্য শোভা যাত্রা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও  বৃহস্পতিবার (৯ আগস্ট)পালিত হয়েছে  আন্তর্জাতিক আদিবাসী দিবস। রাজধানীসহ বিভিন্ন জেলায় পালিত বর্ণাঢ্য অনুষ্ঠানের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা

জয়পুরহাট: জয়পুরহাটে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্যে দিয়ে পৃথকভাবে তিন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দুপুরে জয়পুরহাট জেলা ভাষা, সংস্কৃতি ও ভূমি রক্ষা কমিটির উদ্দ্যোগে জয়পুরহাট শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বেগম শরিফুন্নেছা। অপর দিকে জেলা আদিবাসী ঐক্য পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে জয়পুরহাট টাউন হলে জাতীয় আদিবাসী পরিষদের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

মাগুরা:মাগুরায় বৃহস্পতিবার পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। পরে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা। মাগুরা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি দিলীপ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাইফুজ্জামান শিখর। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ বেদদ্যুতি বর্মন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস,পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান প্রমুখ।

ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা ৩টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের করে জাতীয় আদিবাসী পরিষদ ও ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্প।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ক্ষুদ্র নৃ গোষ্ঠি সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করতে সরকারকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন বক্তারা।

বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার নেতা অ্যাডভোকেট ইমরান হোসেন, শামীম হোসেন প্রমুখ।

আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ র‌্যালি

বান্দরবান: নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়ে‌ছে বিশ্ব আদিবাসি দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন রাজার মাঠ থে‌কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোষাক পরে নানা সাজে সে‌জে অংশ নেয়।

এছাড়া বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়ে অংশ নেয় বিভিন্ন এলাকার পাহাড়িরা।  প‌রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন কমিটির সভাপতি জলিমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসে‌বে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. হোসাইন কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার প্রমুখ।     

সভায় বক্তরা পাহাড়ি‌দের আদিবাসী স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, ‘দে‌শে বসবাসরত পাহাড়িরা প্রতিনিয়ত লাঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে। পাহাড়ি জাতিসমূহের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন রচনায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আস‌তে হবে। সভার পর বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের অংশ গ্রহণে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা

 জামালপুর: জামালপুরে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সারে ১১টায় দিকে শহরের দয়াময়ী মোড়ে আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অরগানাইজেশন জামালপুরের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তেরসিস সাংমা, সাংগঠনিক সম্পাদক রণিকা মারাক, সুরেশ চন্দ্রসহ আরো অনেকে।

এ সময় বক্তারা আদিবাসীদের ভাষা, সংস্কৃতি রক্ষার পাশাপাশি এ দেশে আদিবাসীদের অধিকার রক্ষার্থে সরকারের প্রতি আহ্বান জানান।

শেরপুর: ‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর : প্রতিরোধের সংগ্রাম’ স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেরপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আদিবাসী দিবস উদযাপন পরিষদ শেরপুরের আয়োজনে শহরের চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিবাসী দিবস উদযাপন পরিষদ শেরপুরের আহ্বায়ক উন্নয়ন ডি.শিরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ীর বারমারী ধর্মপল্লী এলাকায় আদিবাসী দিবসের শোভাযাত্রা বের করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), বারমারী মিশন, কারিতাস ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নালিতাবাড়ীর যৌথ আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।পরে মিশন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা, কারিতাস ময়মসসিংহ অঞ্চল, মরিয়মনগর ওয়াইএমসি সম্মিলিতভাবে বৃহস্পতিবার  (৯ আগষ্ট) সকালে আদিবাসী দিবসের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের  করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি পবিত্র ম্রং, মরিয়মনগর ওয়াইএমসি এর উন্নয়ন কর্মী কামেলুস নকরেক প্রমুখ।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি