X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চুক্তিতে গাড়ি চালানোর দায়ে ৫ পরিবহনের নিবন্ধন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ২০:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২৩:৪৫



চুক্তিভিত্তিক গাড়ি চালানোর বিরুদ্ধে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অভিযানের সময় কোম্পানির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে চুক্তিভিত্তিক গাড়ি চালানোর দায়ে ৫টি পরিবহনের সাংগঠনিক নিবন্ধন বাতিল করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার সমিতির নেতৃত্বে নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানোর সময় এসব কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বাতিল হওয়া পরিবহন কোম্পানিগুলো হলো সুপ্রভাত পরিবহন, আজমেরী পরিবহন, ইস্কোই লাইন পরিবহন, ডিএম পরিবহন ও গাবতলী-সদরঘট পরিবহন। দৈনিক মজুরিভিত্তিতে চালকদের মাধ্যমে পরিবহন না চালিয়ে চুক্তিভিত্তিক পরিবহন চালানোর দায়ে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের অবস্থান জিরো ট্রলারেন্স। আমরা গতকাল (৮ আগস্ট) সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছি, কোনও পরিবহন চুক্তিভিত্তিক পরিচালনা করা যাবে না। এর কারণে চালকদের মধ্যে পারাপারি (প্রতিযোগিতা) বেশি হয়। ফলে দুর্ঘটনা বাড়ে। আমরা এটা করতে দেবো না। যে কোম্পানি এটা মানবে না, তার লাইসেন্স বাতিল করার জন্য আমরা সুপারিশ করবো। পাশাপাশি আমাদের সমিতির আওতায় হলে সাংগঠনিক ব্যবস্থাও নেবো। এই বষয়টি আমরা চিঠির মাধ্যমেও কোম্পানিগুলোকে জানিয়েছি। কিন্তু এরপরও এই পরিবহনগুলো চালকদের দিয়ে চুক্তিভিত্তিক পরিবহন চালিয়েছে।’
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘এ কারণে আমাদের যে সাংগঠনিক নিবন্ধন রয়েছে, আমরা সেগুলো বাতিল করেছি। পাশাপাশি এই পরিবহনগুলো এখন আমাদের সংগঠনের তদারকিতে চলবে। আমাদের এই অভিযান থামবে না। অব্যাহত থাকবে।’

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা