X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আগস্টের শেষে আবারও হাসিনা-মোদি বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ০৩:১৪আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৪:৫৭

হাসিনা-মোদি আসামের নাগরিকত্ব জটিলতার মধ্যে চলতি বছরে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ মাসের শেষে নেপালে তারা বৈঠক করবেন। চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে উভয় নেতা আগামী ৩০ ও ৩১ আগস্ট নেপালে অবস্থান করবেন। গত মে মাসের পর চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মধ্যে বৈঠকে বসবেন এই দুই নেতা।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা নেপালে একটি ভালো শীর্ষ সম্মেলন আশা করছি।’

আরেকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো এবং বর্তমানে উভয় নেতাই যেকোনও সহযোগিতা বা জটিল বিষয়ে আলোচনা করতে পারেন।’ আসামের জটিলতা নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যেকোনও বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’

চলতি বছরে দুই প্রধানমন্ত্রীর এটি হবে দ্বিতীয় বৈঠক। এর আগে গত মে মাসে শেখ হাসিনার পশ্চিমবঙ্গে শান্তি নিকেতন সফরের সময়ে দুই নেতার মধ্যে বৈঠক হয়।

প্রসঙ্গত, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের একটি আঞ্চলিক জোট বিমসটেক। বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান, মালদ্বীপ ও থাইল্যান্ড বিমসটেকের সদস্য। এর বর্তমান চেয়ার নেপাল চতুর্থ শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। ৩০ আগস্ট এর উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং ৩১ তারিখ শীর্ষ নেতাদের একটি রিট্রিট হবে।

/এসএসজেড/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন