X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুকে লালন করতে শিখেছে তরুণ প্রজন্ম’

রশিদ আল রুহানী
১৬ আগস্ট ২০১৮, ২১:৩৩আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:৪৮

বাংলা ট্রিবিউন বৈঠকি ‘১৯৭৫ থেকে ১৯৯৬ দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনও কথা বলা যায়নি। বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা যেত না। তার ভাষণ প্রচার করা হতো না। হৃদয় কাঁপানো একটি ভাষণ প্রচারে সীমাবদ্ধতা ছিল। ৯৬ সালের পর আবারও সেই ভাষণের প্রচার শুরু হয়। বঙ্গবন্ধুকে নিয়ে এখন গবেষণা হচ্ছে। সিনেমা বানানো হচ্ছে। এমনকি তার সব কর্মকাণ্ড সহসাই প্রকাশ করতে পারছে তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুকে লালন করতে শিখেছে।’ 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে বক্তারা এমন মন্তব্য করেছেন। মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন কবি, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, সাংবাদিক ও গবেষক, আর্কাইভ ৭১ এর নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু এবং বাংলা ট্রিবিউনের হেড অব রিসার্চ শেরিফ আল সায়ার।

কবি, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক কবি, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আর এই রাজনীতি করার ভেতর দিয়ে আমি বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ শুরু করি। বিভিন্ন সময় ছাত্রলীগের জার্নাল সম্পাদনা করেছি। বঙ্গবন্ধুর আসল চরিত্র ফুটিয়ে তুলতে একমাত্র ভিজ্যুয়ালই প্রধান। ফলে আমরা এই পথ ধরেছি। বঙ্গবন্ধুকে বাঙালির চৈতন্যে প্রবেশ করাতে ভিজ্যুয়ালই শ্রেষ্ঠ মাধ্যম। আমি মনে করি, খুব সহজ সরলভাবে বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা তৈরি করা উচিত।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন তা ভিজ্যুয়াল অর্থাৎ সিনেমার মাধ্যমেই খুব সহজভাবে তুলে ধরা সম্ভব। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, গোটা জাতির, সবার। এই চিন্তার জায়গা ধারণ করা উচিত আমাদের সবার। আর সেই জায়গা থেকে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছু করতে চাচ্ছে। আমি নিজেও তাকে নিয়ে গবেষণা করছি, তাকে নিয়ে একটি সিনেমা বানানোর পরিকল্পনা রয়েছে।’

জয়দেব নন্দী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী বলেছেন, ‘আমরা যারা ৭৫ পরবর্তী প্রজন্ম, আমরা অনেক অজানার মধ্যে, সংকটের মধ্যে বেড়ে উঠেছি। ফুটবল খেলোয়াড় পেলের জীবনী পড়েছি, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিলেন অথচ তার জীবনী সম্পর্কে তখন জানতে পারিনি। পরিবার থেকে জেনেছিলাম বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, অথচ ছোটবেলায় স্কুলের পরীক্ষায় সেটা লেখায় নম্বর শূন্য পেয়েছিলাম। ৭৫ পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘প্রতিনিয়ত তরুণরা বাধা পেতে পেতে একটি জায়গায় গিয়ে কিন্তু ঠেকে যায়। তারা প্রতিবাদী হয়ে ওঠেন। অনেক কিছু জানতে পারতাম না। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দুটি প্রকাশ করে বঙ্গবন্ধু সম্পর্কে জানা সহজ করে দিয়েছেন। আমাদের কাছে এই দুটি বই পবিত্র গ্রন্থ।’

জয়দেব নন্দী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনুধাবন করাই হলো বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে ব্যানার-ফেস্টুনের রাজনীতি, স্বার্থবাদী রাজনীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যারা প্রকৃত অর্থে বঙ্গবন্ধুকে ধারণ করে তারা হাতুড়ি পেটার রাজনীতি করতে পারে না, মানুষ মারার রাজনীতি করতে পারে না। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

আনন জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আনন জামান বলেছেন, ‘বঙ্গবন্ধু একটি জাতির মানবচিত্র চিনিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল এই কাজটি করার জন্য। এই মানুষটির জন্য এই ভূখণ্ডের মুক্তি হয়েছিল। ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নামের নাটকটি আমি নির্মাণ করেছি অনেক সাহস নিয়ে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের চিনবার অধিকার রয়েছে, তাদের ঘৃণা করার অধিকার রয়েছে। সে কারণেই মূলত শ্রাবণ ট্রাজেডি নির্মাণ করা হয়েছে।’

তিনি বলেন ‘বর্তমানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করতে গেলে কত রকমই না প্রটোকল পাড়ি দিতে হয়। কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে যে কেউ ইচ্ছা করলেই দেখা করতে পারতেন। কতটা সহজ ছিলেন তিনি। বঙ্গবন্ধু যখন বিশাল সমাবেশে কথা বলতেন তখন তুই, তুমি করে কথা বলতেন। এর মানে গোটা সমাবেশের সবাই তার পরিবার। নিজের পরিবারের মানুষ।’

আনন জামান আরও বলেন, বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলা হয়। তার কথা, কথা বলার স্টাইল কবিতার মতোই। তাছাড়া বঙ্গবন্ধু কোনও দলের হতে পারে না, বঙ্গবন্ধু সবার। তিনি রাজনৈতিক দলেরও ঊর্ধ্বে।

কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বলেন, যখন আমরা গ্রাফিক্স শুরু করি তখন এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা কার্টুনিস্ট কমিকরা কোনও চরিত্রকে আঁকতে গেলে সেটি ফুটিয়ে তুলতে হয়। তাছাড়া কার্টুন অনেকেই বুঝতে পারেন না। সেখানে বঙ্গবন্ধুর কার্টুন আঁকা খুবই চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যখন আমরা আঁকা শুরু করলাম তখন বিষয়টিকে ভিন্নভাবে দেখা হতো। আমরা যখন বঙ্গবন্ধুকে আঁকতে শুরু করি তখন অনেক উপহাস করা হয়েছে। অনেকেই এর সমালোচনা করেছে।

রাশাদ ইমাম আরও বলেন, ‘আমার মনে হয়, সারা পৃথিবীতে প্রতিটি দেশ তাদের বিখ্যাত ব্যক্তিদের আদর্শগতভাবেই ধারণ করে। সিনেমা, গবেষণা, ছবির মাধ্যমে তাদের স্মরণ করে এবং অন্যদের জানায়। আমাদের দেশে শুধু বঙ্গবন্ধুই নয়, অন্য এমন বড় বড় মহান ব্যক্তিরা আছেন তাদের নিয়েও এমন গবেষণা ও সিনেমা হতে পারে। তাদের সম্পর্কে সবাইকে জানানোর ব্যবস্থা করা উচিত।’

প্রণব সাহা অপু সাংবাদিক ও গবেষক, আর্কাইভ ৭১ এর নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু বলেন, ’বঙ্গবন্ধু বলেছিলেন আমার জীবনে কন্ট্রাডিকশন (স্ববিরোধিতা) বলে কিছু নেই। যেটা বলি বুঝে-শুনেই বলি।’ ফলে বোঝা যায়,  বঙ্গবন্ধু খুবই সহজ মানুষ ছিলেন। আমরা কিন্তু তার এসব কথার মধ্য দিয়েই অনেক কিছু শিখেছি।

তিনি বলেন,  ‘আমরা তো এই প্রজন্ম, যে প্রজন্ম বিটিভিতে বঙ্গবন্ধুর ভাষণ শুনে বড় হয়েছি। সেই মানুষটির কাছে তো ফিরতেই হবে।’ প্রণব সাহা অপু বলেন, ‘আমরা এক সময় কিছু মানুষের কারণে ২১ বছর বঙ্গবন্ধুর কথা বলতে পারিনি। কিন্তু তারা এখন কোথায়? তারা কি নেই? মাসুদ পথিক সিনেমা বানানোর চিন্তা করছেন। কিন্তু তাকে মুখোমুখি হতে হবে সেন্সরবোর্ডের। সেই সেন্সরবোর্ডের মুখগুলোকে আমি দেখেছি, কারণ আমিও একটি ডকুমেন্টারি বানিয়েছি।’

শেরিফ আল সায়ার বাংলা ট্রিবিউনের হেড অব রিসার্চ শেরিফ আল সায়ার বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণায় আমরা এখনও অনেক পিছিয়ে আছি। দৃশ্যমান কোনও গবেষণা এখনও হয়নি। তবে বঙ্গবন্ধুর নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দু্টি তাকে বুঝতে সহযোগিতা করেছে। ফলে এতগুলো বছর অপেক্ষা করেছি, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বিস্তৃতি বর্তমান সমাজে এমনকি গণমাধ্যমে তা তরুণ প্রজন্মের হাত ধরেই এসেছে। ফলে এখন বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা হচ্ছে, গান হচ্ছে, গবেষণা হচ্ছে। এর আগে ২১ বছর বঙ্গবন্ধুকে আড়াল করে রাখা হয়েছিল।’

শেরিফ আল সায়ার বলেন, ‘আমি খুব ছোটবেলায় প্রথম শেখ মুজিবের ভাষণ শুনেছিলাম। তখন নিজেই ভেবেছিলাম এমন একটি ভাষণ কেন এতদিন সেভাবে আমরা শুনতে পাইনি। তখন জেনেছি, এই একটি ভাষণকে চাপা দিয়ে রাখা হয়েছে। বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ১৯৭৬ সালের দিকে বঙ্গবন্ধুকে নিয়ে খবর প্রকাশিত হতো না। হলেও তার নামটি থাকতো একদম শেষ প্যারায়। আমার আক্ষেপ হলো, বঙ্গবন্ধুকে নিয়ে এখনও কোনও সিনেমা তৈরি হয়নি। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলেও দেশের কোনও পরিচালকের কাছে সেটার দায়িত্বও দেওয়া হয়নি- এটাও আমার আক্ষেপ। তিনি আরও বলেন, ‘বর্তমানে রাজনীতি যেভাবে কলুষিত হয়েছে তার সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শের কোনও মিল বর্তমান প্রজন্ম খুঁজে পায় না। তাছাড়া বঙ্গবন্ধু কিন্তু সবার, তিনি শুধু আওয়ামী লীগের নয়।’

মুন্নী সাহা বৈঠকির সঞ্চালক মুন্নী সাহা বলেন, ‘বক্তারা বলছিলেন বঙ্গবন্ধু কোনও রাজনৈতিক দলের নয়। তিনি সবার। তিনি রাজনৈতিক দলের ঊর্ধ্বে। তাকে নিয়ে তরুণ প্রজন্ম গবেষণা করেন, লেখেন।’ তিনি বলেন, ‘আজকের একজন অতিথি তম্ময় বলছিলেন, পথে ঘাটে রাস্তায় কোথাও কোথাও একটু একটু করে মুজিব দেখতে পান। যে প্রজন্ম মুজিবকে দেখতে পায় সেসব তরুণদের নিয়েই আজকের বৈঠকিতে আলোচনার চেষ্টা করেছি। এই প্রজন্মের মাধ্যমেই একটু একটু করে মুজিব আমাদের সামনে হাজির হবে। পূর্ণাঙ্গ একটি মুজিব এবং অসাম্প্রদায়িক একটি সুন্দর বাংলাদেশ হবে এই প্রজন্মের হাত ধরে- এমনটাই আশা।'  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি