X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১২:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৫:১৮

প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয় ট্রেনযাত্রায় ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। গত ৮ আগস্ট যারা দীর্ঘ লাইনে অপেক্ষার পর টিকিট পেয়েছেন তারা আজ শুক্রবার (১৭ আগস্ট) প্রিয়জনের সান্নিধ্য পেতে বাড়ি যাচ্ছেন। এ জন্য সকাল থেকেই কমলাপুর স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। তবে ঈদযাত্রার প্রথম দিনই খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


শুক্রবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, ঘরমুখো মানুষের দীর্ঘ জট। পরিবার-পরিজন নিয়ে কমলাপুর রেল স্টেশনে এসেছেন অনেকেই। ট্রেন প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গেই ভরে যাচ্ছে। অন্যান্য দিনের চাইতে আজ যাত্রীদের ভিড় বেশি দেখা গেছে। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে দূরপাল্লার ট্রেনগুলোতে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রিম টিকিট পাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত সব স্তরেই অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। তবু ঘরে ফেরার আনন্দে সব ক্লান্তি দূর হয়ে গেছে। তারা জানান, দীর্ঘ ভোগান্তি দূর করে যদি প্রিয়জনদের সান্নিধ্য পাওয়া যায় তাতেই আনন্দ।


প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয় উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা। কিন্তু ট্রেনটি স্টেশনে আসতে দেরি হওয়ায় ৮টা ৫০ মিনিটেও ছেড়ে যেতে পারেনি। এসময় ট্রেনটি অবস্থানের নির্ধারিত ৫ নম্বর প্ল্যাটফর্মে অনেক যাত্রীকে অবস্থান করতে দেখা গেছে। ট্রেন আসার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট বগিতে উঠতে শুরু করেন যাত্রীরা।
এই প্ল্যাটফর্মের সামনে অবস্থান চিলাহাটির বাসিন্দা আবুল সালেহ বলেন, সকাল ৮টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সোয়া ৭টার মধ্যেই স্ত্রী-সন্তান নিয়ে স্টেশনে এসেছি। এসে শুনি এখনও নাকি ট্রেনটি স্টেশনেই আসেনি। টিকিট সংগ্রহের দিনও দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। এখন যেতেও অপেক্ষা করতে হচ্ছে।’

এই ট্রেনের আরেক যাত্রী নার্গিস আক্তারের অভিযোগ, ট্রেনগুলোর যদি সঠিক ব্যবস্থাপনা করা হতো তাহলে শিডিউল বিপর্যয় হতো না। কর্তৃপক্ষ একটু বেশি নজর দিলেই হয়।’
প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয় এছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পৌনে এক ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়ে গেছে। একই সঙ্গে জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও সোয়া ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। প্রতিটি টেনেই যাত্রীদের দীর্ঘ ভিড় দেখা গেছে।
ট্রেনে ঈদযাত্রা বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ‘তিনটি ট্রেন ছাড়া সকাল পর্যন্ত সবক’টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে। এরমধ্যে সুন্দরবন, তিস্তা ও নীলসাগর এক্সপ্রেস আসতে দেরি হয়েছে।’
স্টেশন ম্যানেজার আরও বলেন, ‘আজ সারা দিন কমলাপুর স্টেশন থেকে ৫৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সকাল ১০টা পর্যন্ত ১৬টি ট্রেন ছেড়ে গেছে।’
তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘ঈদে ঘরে ফেরা মানুষ যেমন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন, ঠিক তেমনি সুশৃঙ্খলভাবে তারা চলাচল করতে পারবেন বলে আশা করি। সেই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন ট্রেনের ছাদে বা বাফারে যাতায়াত না করেন, সেই প্রত্যাশাও আমরা করছি। যাত্রী চাপ মাথায় রেখে প্রতিটি ট্রেনে কমবেশি বগি সংযুক্ত করা হয়েছে।’
এদিকে নির্ধারিত নিয়মিত ট্রেন ছাড়াও আগামীকাল শনিবার (১৮ আগস্ট) থেকে শুরু হবে ঈদের বিশেষ ট্রেন। এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানান এই কর্মকর্তা।

/এসএস/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা