X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গুজব রটনাকারীদের দমনের পাশাপাশি সামাজিক মাধ্যম খোলা রাখার পক্ষে সরকার: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৯:৫৬





সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অন্যরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মিথ্যাচার ও গুজব রটনাকারীদের শক্তভাবে দমন করার পাশাপাশি ফেসবুকসহ সামাজিক মাধ্যমের জানালা খোলা রাখার পক্ষে সরকার।


রবিবার (১৯ আগস্ট) সকালে পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত ‘ফেসবুকে গুজব এবং গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সেমিনারের আয়োজক ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেন্টার বাংলাদেশ (আইজেসিবিডি) ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।
হাসানুল হক ইনু বলেন, ‘মিথ্যাচার, গুজব রটনার যতই ঝাপটা আসুক না কেন, যত রকম বিভ্রান্তি ছড়ানোই হোক না কেন, ফেসবুক, সামাজিক মাধ্যম হচ্ছে জানালা। যেই জানালাটা খোলা রাখার পক্ষে আমরা। মিথ্যাচার ও গুজব রটনাকারীদের শক্তভাবে দমন করার পাশাপাশি ফেসবুকসহ সামাজিক মাধ্যমের জানালাটা খোলা রাখার পক্ষে সরকার।’
তিনি বলেন, ‘গুজব রটনা, মিথ্যাচার দেখে আমাদের ঘাবড়ালে চলবে না, তবে সতর্ক হতে হবে। কারণ, গুজব রটনা ও মিথ্যাচার যারা করেন তারা গণতন্ত্র ও গণমাধ্যমের শত্রু। যখন সামাজিক মাধ্যম ছিল না তখন যদি এ দেশের ১০০ বছরের ইতিহাস দেখেন তাহলে জানতে পারবেন তখনও গুজব রটনা ও মিথ্যাচারের রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করা হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘ফেসবুক, টুইটারের গুজব থেকে কীভাবে নিজেকে, দেশবাসীকে রক্ষা করবেন—এই শিরোনামে ঈদের পর একটা প্রচার আন্দোলন হয়ে যাক। মূলধারার গণমাধ্যমের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক তথ্যের গুরুত্ব অনুধাবন করার জন্য এ প্রচারে শামিল হবেন। তথ্যের উৎস যাচাই করে এই ব্যাপারে মূলধারার গণমাধ্যম এবং সরকারকে একমতে আসতে হবে।’
হাসানুল হক ইনু বলেন, ‘আমরা সম্প্রচার আইন, সম্প্রচার নীতিমালা, গণমাধ্যম নীতিমালা করার চেষ্টা করছি। আমরা যখন এগুলো নিয়ে কাজ করছি, তখন গণমাধ্যমে বিভাজন দেখা যাচ্ছে। আমরা চাই সবাই একটা কাতারে দাঁড়িয়ে এ বিষয়ে একমত হন, যাতে গুজব রটনাকারীরা গণমাধ্যমের পবিত্রতা নষ্ট করতে না পারে।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘ফেসবুক নিউজের একটা ক্লু হতে পারে কিন্তু সংবাদের সোর্স নয়। সরকারকে সঠিক তথ্যটা ভালোভাবে সব জায়গায় প্রচারের ব্যবস্থা করতে হবে। কারণ, সত্যিকারের সংবাদই পারে সব ধরনের গুজব দূর করতে। যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সব সময় চাপ সৃষ্টি করতে হবে, ব্যবস্থা নিতে হবে এবং সম্প্রচার জগৎকে ব্যবহার করতে হবে। আর সেটি করতে হবে সত্যিকারের খবর দিয়ে। একইসঙ্গে গুজব নিউজ বর্জন করার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে।’
একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘গুজব মোকাবিলায় আমাদের মূলধারার গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে—কোনটা গুজব, আর কোনটা সংবাদ। প্রকৃত সংবাদ প্রকাশে বাধা দেওয়া হলে সুযোগসন্ধানীরা গুজব প্রচারের সুযোগ পায়। সব সময় গুজবের পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। এই অবস্থা থেকে উত্তরণে মূলধারার গণমাধ্যমকে আরও বেশি সক্রিয় করতে হবে।’
পিআইবি মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান, বিএফইউজে‘র কোষাধ্যক্ষ ও নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!