X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনকে আইনমন্ত্রী

আমরা মহানুভবতা দেখিয়েছি, আশা করি শিক্ষার্থীরা আর গুজব ছড়াবে না

শফিকুল ইসলাম
২০ আগস্ট ২০১৮, ১৮:১০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৮:১৯







আনিসুল হক (ছবি: সংগৃহীত)

বাসচাপায় রাজধানীর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর নিহতের ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হওয়া অর্ধ শতাধিক শিক্ষার্থীর জামিন হয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এ ঘটনায় আমরা মহানুভবতা দেখিয়েছি। আমরা আশা করছি, তারা আর ফেসবুকসহ কোথাও কোনোভাবে গুজব ছড়াবে না।’

সোমবার (২০ আগস্ট) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করার পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ সবাই মর্হাহত হয়েছেন। কষ্ট পেয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন।’
আন্দোলন চলার সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর ৯টি থানার ১২ মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনের বেশি শিক্ষার্থীকে জামিন দিয়েছেন ঢাকা মহানগরের ভিন্ন ভিন্ন হাকিম আদালতের বিচারক। গতকাল রবিবার ও আজ সোমবার এসব শিক্ষার্থীর জামিন হয়েছে।
আনিসুল হক বলেন, ‘শুরু থেকেই সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন যুগিয়েছে। তদের সব দাবি-দাওয়া ক্রমান্বয়ে বাস্তবায়নের উদোগ নিয়েছে। কিছু দাবি এরই মধ্যে বাস্তবায়নও করেছে। এরপরও এই ঘটনায় সড়কে কিছু অরাজকতা হয়েছে। দেশে তো আইন আছে, যা সবার জন্য সমান। তাই পুলিশ অনেককেই গ্রেফতার করেছে। এখন আদালত সবদিক বিবেচনা করে তাদের কাউকে কাউকে জামিন দিচ্ছেন। আমরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। কারণ, আমরা ওদের (শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল।’
আইনমন্ত্রী বলেন, ‘ওদের প্রতি সহানুভূতিশীল বলেই আমরা এ ক্ষেত্রে মহানুভবতা দেখিয়েছি। সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম, যে আদালত যদি ওদের জামিন দেন, তাহলে প্রসিকিউশন থেকে আমরা এ বিষয়ে আপত্তি করবো না। আমরা কিন্তু আপত্তি করিনি। শুধু তা-ই নয়, জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০ জন শিক্ষার্থীর পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। সরকারের পক্ষ থেকে ওদের পক্ষে প্রসিকিউশন নিয়োগ করে ওদের জামিনের কাগজপত্র জমা দিয়েছি।’
আনিসুল হক আশা প্রকাশ করে বলেন, ‘আমরা মহানুভবতা দেখিয়েছি। এখন আমরা আশা করছি, ওরা আর কোনও গুজবে কান দেবে না, গুজব ছড়াবে না, কোনও গুজবে বিভ্রান্ত হবে না। একইসঙ্গে একজন নাগরিক হিসেবে দেশের প্রতি দরদ, ভালোবাসা, মমতা ও দেশত্মবোধ দেখাবে।’
আন্দোলন চলার সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর ৯টি থানার ১২ মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনের বেশি শিক্ষার্থীকে জামিন দিয়েছেন ঢাকা মহানগরের ভিন্ন ভিন্ন হাকিম আদালতের বিচারক। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তারা (জিআরও) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ আগস্ট বিকালে সায়েন্স ল্যাব, জিগাতলা ও ধানমন্ডিতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব রটানো হয় যে আওয়ামী লীগ অফিসে চার শিক্ষার্থীকে মারধর করে হত্যা, একজনের চোখ উপড়ানো এবং আরও চার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ কথা শুনে শিক্ষার্থীরা আওয়ামী লীগ অফিসের দিকে তেড়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশের ও আওয়ামী লীগের পক্ষে নাশকতার মামলা দায়ের করা হয়।

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না