X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গরু আছে ক্রেতা কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৮, ২১:১৩আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২১:৪৪

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দর হাট (ছবি: মিজানুর রহমান মিজু) রাত পোহালেই ঈদ। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা পশু জবাই দিয়ে কোরবানিতে শামিল হবেন। এই কোরবানিকে কেন্দ্র করে রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশুও উঠেছে। শেষ মুহূর্তে জমেও উঠে হাটগুলো। কিন্তু মঙ্গলবার (২১ আগস্ট) সকালের দিকে পশুর হাটগুলোতে পর্যাপ্ত ক্রেতা দেখা গেলেও বিকাল থেকে ক্রেতাদের তেমন চোখে পড়ছে না। যদিও হাটগুলোতে পশুর কোনও কমতি নেই। আবার কোনও কোনও হাটে ক্রেতা ও পশু উভয়ই কমেছে। পাশাপাশি কমেছে পশুর দামও। বিকালের দিকে নগরীর বেশ কয়েকটি হাট থেকে এমন তথ্য পাওয়া গেছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থানেও একই চিত্র দেখা গেছে— হাটে পর্যাপ্ত পশু আছে, কিন্তু নেই পর্যাপ্ত ক্রেতা।

মঙ্গলবার সকালে রাজধানীর মেরাদিয়া, আফতাবনগর, কমলাপুর ও গাবতলী হাটে গিয়ে দেখা গেছে, হাটভর্তি পশু। সিটি করপোরেশন নির্ধারিত এলাকা অতিক্রম করে আশপাশের অলিগলি ও খোলা জায়গায় পর্যন্ত হাট ছড়িয়ে পড়ে। কিন্তু যে পরিমাণ পশু রয়েছে, সে পরিমাণ ক্রেতা চোখে পড়েনি। সকাল পেরিয়ে বিকালের দিকেও একই চিত্র বিরাজ করে। বিক্রেতারা পশু নিয়ে দাঁড়িয়ে থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম, ফলে পশুর দামও কমেছে।

সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব  ক’টি হাট ঘুরেছেন সংস্থার সহকারী ভেটেরিনারি সার্জন এবিএম শফিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেরাদিয়া হাটে পর্যাপ্ত পশু দেখেছি। কিন্তু সে পরিমাণ ক্রেতা চোখে পড়েনি। আর কমলাপুর, খিলগাঁও ও রহমতগঞ্জ হাজারীবাগ হাটে পশু এবং ক্রেতা উভয়ই কম দেখা গেছে।’

গাবতলী হাটেও পর্যাপ্ত পশু দেখা গেছে। এই হাটটিতে উত্তরবঙ্গ থেকে আসা ট্রাক ও পিকআপ ভ্যানবাহী পশু জোর করে নামিয়ে হাটে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পশুর তুলনায় ক্রেতা চোখে পড়েনি।

জানতে চাইলে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাবতলী হাটে অনেক পশু আছে। কিন্তু ক্রেতা তেমন নেই। দামও অনেক কম। ভারতীয় ও মিয়ানমারের লাখ লাখ গরু আসার কারণে চাহিদা পূরণ হয়ে গেছে। এ কারণে এখনও ব্যাপারীদের অনেক গরু রয়ে গেছে। এমন তথ্য আমি দেশের বিভিন্ন স্থান থেকেও পেয়েছি।’

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মুন্সীরহাট বাজারে গরুর হাট কুষ্টিয়া থেকে ১৫টি গরু নিয়ে আফতাব নগর হাটে এসেছেন পশু ব্যবসায়ী গিয়স উদ্দিন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এখনও আমাদের এই হাটে অনেক গরু অবিক্রিত রয়েছে। আমারও ছয়টি গরু বিক্রি বাকি আছে। কিন্তু কেনার মতো তেমন মানুষ নেই। সবাই পশু কিনে ফেলেছে। ক্রেতারা যে দাম বলছে সে দামে বিক্রি করলে লোকশান গুনতে হবে। বিক্রি না হলে আবারও গ্রামের বাড়িতে নিয়ে যাবো।’

কমলাপুর হাটে গরু ব্যবসায়ী হাফিজুল ইসলাম জানান, তারা পাঁচজন মিলে কুষ্টিয়া থেকে ৪২টি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে এখনও সাতটি বিক্রি হয়নি। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) পর্যন্ত হাটে ভালোই দাম ছিল। আজ মঙ্গলবার সকাল থেকে হাটে ক্রেতা নেই। যেসব ক্রেতা আসছেন, তারা দাম বলছেন কম। এছাড়া, সোমবার মাঝারি সাইজের গরুর দাম ৭০ হাজার টাকা উঠলেও লোকসান হওয়ার আশঙ্কায় বিক্রি করিনি। আজ  ক্রেতারা সেই গরুর দাম বলছে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা।’

বনশ্রী থেকে খিলগাঁও হাটে গরু কিনতে এসেছেন গেলাম রহমান। তিনি বলেন, ‘আমার বন্ধুসহ এই হাটে গতকালও এসেছি। তখন দাম বেশি মনে হয়েছিল। কিন্তু আজ  দাম তুলনামূলক অনেক কম। কিন্তু কেনার মতো মানুষ দেখছি না।’

এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানি পশুর হাটে পর্যাপ্ত পশু উঠলেও ক্রেতা দেখা যাচ্ছে না। বাংলা ট্রিবিউনের মুন্সিগঞ্জ প্রতিনিধি তানজিল হাসান জানান, মুন্সীগঞ্জের সদর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীরহাটে গরু থাকলেও ক্রেতা নেই। সারাদিন পেরিয়ে গেলেও হাটে গরু বিক্রি হয়েছে মাত্র ছয়টি। মঙ্গলবার বিকালে হাটে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।

তিনি জানান, একসময় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী এই হাট থেকেই বেশিরভাগ  কোরবানির গরুর যোগান হতো। কিন্তু এখন হাটে বেশ কিছু গরু থাকলেও কোনও ক্রেতা নেই বলে জানান গরু ব্যবসায়ী ও হাটের ইজারাদাররা। ইজারাদারদের এক প্রতিনিধি জানান, শনিবারে হাটে ভালো বিক্রি হয়েছিল। কিন্তু এরপর থেকে আর তেমন বেচাবিক্রি হয়নি।

একই অবস্থা দেখা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার গরু হাটে। এই হাটে শেষ সময়েও ক্রেতা শূন্য দেখা গেছে। হাটের পরিস্থিতি— গরু আছে ক্রেতা নাই। ক্রেতাদের অভিযোগ— গরুর হাটে কাঁদা পানি, দালাল সিন্ডিকেট ও নিয়ম বহির্ভূত খাজনা আদায়ের কারণে ক্রেতারা ছোট ছোট বাজার থেকে পশু কিনতে বাধ্য হচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটের হাট একই অবস্থা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটের কোরবানি পশুর হাটে।এতে ক্রেতা সংকটে ভুগছেন ব্যপারীরা। বাংলা ট্রিবিউনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি উজ্জল চক্রবর্তী জানান, শহরের পুনিয়াউটের অন্যতম বড় কোরবানি পশুর হাট। এই হাটে দূর-দুরান্ত থেকে ব্যাপারীরা পর্যাপ্ত কোরবানি পশু নিয়ে আসলেও ক্রেতা সংকটের কারণে অনেকটা হতাশ হয়ে পড়েছেন তারা। এদিকে ক্রেতারা বলছেন, দাম কম থাকায় এবার পছন্দের কোরবানির পশু বেশ সাচ্ছন্দ্যে ক্রয় করতে পেরেছেন তারা।

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরের মঠবাড়িয়া সদরের হাটে গরুর ক্রেতা কম। ক্রেতাদের অভিযোগ— ইজারা বেশি হওয়ার কারণে তারা এখান থেকে গরু কিনছেন না। তবে ইজারাদারের লোকদের বক্তব্য ভিন্ন। খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া বন্দর বাজারে গরুর হাট বসে দক্ষিণ  বন্দর এলাকায়। গরুর হাটে ঈদুল আজহার সময় প্রতিদিন এক থেকে দেড় হাজার গরু ওঠে এবং তা বিক্রিও হয়। গরু থেকে প্রতি একলাখ টাকায় পাঁচ হাজার টাকা করে রাখছে ইজারাদারের লোকেরা। ক্রেতা মিজানুর রহমান জানান, উপজেলার অন্যত্র থাকা গরুর হাটের একটি গরু যে দামেই বিক্রি করা হোক, তাতে মাত্র ৫০০ টাকা ইজারা রাখা হয়।

পিরোজপুর জেলার আরেকটি হাটের দৃশ্য মঠবাড়িয়া বন্দর বাজারের ইজারাদারের অংশীদার আজিজুর রহমান আইউব মল্লিক গরু কেনাবেচায় অতিরিক্ত ইজারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী শতকরা পাঁচ টাকা ইজারা নেওয়ার নিয়ম থাকলেও তারা নিচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা করে। কোনও অতিরিক্ত টাকা নিচ্ছে না।’ অতিরিক্ত ইজারা নেওয়ার কারণে ক্রেতারা অন্যত্র বাজারে যাচ্ছেন,এ প্রশ্নের জবাবে তিনি বলেন— দক্ষিণ বন্দর গরুর হাট থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে টিকিকাটা ইউনিয়নেএকটি গরুর হাট বসিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ও তার লোকজন। সেখানে নামমাত্র ইজারা নেওয়া হচ্ছে।আজিজুর রহমান আইউব মল্লিকের বক্তব্য— ‘ওই হাটের কারণে তারা এবার লোকসানে পড়বেন।’

তিনি বলেন, ‘গরুর হাটসহ অন্যান্য হাট এবার তারা এককোটি ৪৪ লাখ ১২ হাজার টাকায় ইজারা নিয়েছেন, যার মূল ইজারাদার মজিবুর রহমান সিকদার।’

 

 

/এসএস/এনআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক