আগামী ৯-১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাউথ এশিয়ান মেরিটাইম অ্যান্ড লজিস্টিকস ফোরাম (এসএএমএলএফ) ২০১৮-এর দ্বিতীয় সম্মেলন। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দুদিনব্যাপী এই সম্মেলন ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সম্মেলন আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এম এ সামাদ এই সভায় সভাপতিত্ব করেন।
সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভুটানের মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২০টি দেশ থেকে নৌ খাতের সংশ্লিষ্ট বাণিজ্য ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।
সচিব এম এ সামাদ বলেন, ‘দুদিনব্যাপী এই ফোরামের সেশনে বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের উন্নয়ন এবং এতে বিনিয়োগের সম্ভাবনা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের বাধাসমূহ এবং এর সমাধান, ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষিণ এশীয় বন্দরসমূহের উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা ছাড়াও ড্রেজিং, শিপ বিল্ডিং এবং বাংকারিংসহ নৌ খাতের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, শিল্প, জ্বালানি ও খনিজ সম্পদ, তথ্য পরিকল্পনা, রেলপথ, পানিসম্পদ, অর্থ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ জাতীয় নদী কমিশন, পুলিশ সদর দফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ঢাকার দুই সিটি করপোরেশন, এফবিসিসিআই, এনসিসিআই, বিসিসিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।