X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৬

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের সংশয়-সন্দেহের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইলেকশন ইনশাআল্লাহ হবে। জনগণ সঙ্গে থাকলে ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তাতে কোনও সন্দেহ নাই।’ রবিবার (২ সেপ্টেম্বর) ৪র্থ বিমসটেক সম্মেলন শেষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের ওপর আমার আস্থা-বিশ্বাস আছে। আমার কোনও আকাঙ্ক্ষা নেই। জনগণ যদি উন্নতি চায়, কল্যাণ চায় নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আমাকে জয়যুক্ত করবে। তবে আমি এইটুকু মনে করি, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে সুদিন আসবে না, আসবে দুর্দিন। এটা আমি নিশ্চিত।’শেখ হাসিনা বলেন, ‘জনগণ আমাকে না চাইলে আমার কোনও দুঃখ নাই। ক্ষমতায় থেকে কাজ করেছি জনগণের জন্যে, জনগণ ভোট দিলে দেবে, না দিলে কিছু করার নাই।’ এসময় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

তাড়াহুড়া করে ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না

সংবাদ সম্মেলনে সাংবাদিক নাঈমুল ইসলাম খানের প্রশ্নের জবাবে ইভিএম নতুন প্রযুক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলবো। নির্বাচনে ইভিএম ব্যবহার তারই একটি পার্ট। ইভিএম নিয়ে আসার জন্য আমিই পক্ষে ছিলাম। এখনও পক্ষে আছি। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না।’তিনি বলেন, ‘টেকনোলজি আমাদের যেমন সুবিধা দেয়, তেমনি বিপদেও ফেলে। ইভিএম প্র্যাকটিসের ব্যাপার। এটি ব্যবহারের আগে আমাদের পরীক্ষা করে দেখতে হবে। কিছু কিছু জায়গায়, বিশেষ করে সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।’শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন পাকিস্তান আমলে ভোটের কোনও অধিকারই ছিল না। জাতির পিতা আন্দোলন করেই ওয়ানম্যান ওয়ান ভোট আদায় করেছেন।’

তাদের নেত্রী বন্দি হয়ে আছে, আন্দোলন করুক

কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না- দলটির নেতাদের এমন ঘোষণার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘তাদের নেত্রী বন্দি হয়ে আছে, এতে আমাদের কী করার আছে। তাকে মুক্ত করার জন্য তারা আন্দোলন করুক। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া গ্রেফতার হয়েছেন এতিমের টাকা চুরি করে। আদালত তাকে শাস্তি দিয়েছে। এতে আমাদের কিছু করার নাই। তার বিরুদ্ধে আরও মামলা আছে। যে মামলায় তার শাস্তি হয়েছে ওই মামলা আমরা করি নাই। সে সময় তাদের পছন্দের সেনা সমর্থিত সরকারই ক্ষমতায় ছিল। তারাই ওই মামলা দিয়েছে। আইনের বাইরে আমার কিছু নাই। প্রধানমন্ত্রী বলেন, তাদের নেত্রী এখন কারাগারে বন্দি। তারা পারলে আন্দোলন করে তাকে মুক্ত করুক।

বিএনপির সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না

বিএনপির সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর যখন বাসায় দেখতে গেলাম, তারা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলো, ভেতরে ঢুকতে দিলো না। সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর তাদের সঙ্গে আমি বসবো না, কোনও আলোচনা হবে না।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। আপনারা যে যা-ই বলেন না কেন, ক্ষমতায় থাকি আর না থাকি, তাতে কিছুই আসে যায় না। আমার একটা আত্মসম্মানবোধ আছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির এত নামিদামি আইনজীবী, ব্যারিস্টার অমুক-তমুক রয়েছে। তারা কেন পারলো না প্রমাণ করতে যে খালেদা জিয়া নির্দোষ, তারা এতিমের টাকা নেয়নি। তাহলে এখানে আমাদের দোষ দিয়ে লাভটা কী। তবে তাদের নেত্রী বন্দি হয়ে আছে, তাদের আন্দোলন কই? তারা আন্দোলন করুক।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপি হুঙ্কার দিচ্ছে নির্বাচন করবে না। সেটা তাদের দলের ওপর নির্ভর করবে, এটা তাদের দলের সিদ্ধান্ত। আমাদের কি করার আছে? বিএনপি যদি মনে করে নির্বাচন করবে না, তাহলে করবে না। এখানে তো আমাদের বাধা দেওয়ারও কিছু নেই বা দাওয়াত দেওয়ার কিছু নেই, এটাই পরিষ্কার কথা।

জোট গঠনকে সাধুবাদ

ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর জোট গঠনকে সাধুবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাদের এই উদ্যোগ, ঐক্যকে সাধুবাদ জানাই। ঐক্য হোক, একসঙ্গে হয়ে ভোটটা করুক। বিকল্প একটা জোট থাকুক।’নির্বাচন হবে না— ড. কামাল হোসেনের এমন সন্দেহের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ড. কামাল হোসেনের কাছে প্রশ্ন তারা বা তিনি আদৌ নির্বাচন চান কিনা।’প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি যদি গরম বক্তৃতা দেন, ধরে নিতে হবে তার প্লেন রেডি।’

যারা একবার চেয়ারে বসে তারা আর  ছাড়তে চায় না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না- দলটির এ ঘোষণার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্ষমতা থেকে সরে গেলে যারা একবার ক্ষমতায় বসে তারা আর ছাড়তে চায় না। মার্শাল ল, সামরিক শাসন ও কেয়ারটেকার সরকারের এমন উদাহরণ রয়েছে।  নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, উচ্চ আদালত এ বিষয়ে একটি রায় দিয়েছে। যদি সরকার মনে করে এ সুযোগ সরকার পরপর দুবার নিতে পারে। তবে সংসদ সে সুযোগ নেয়নি। একটা সরকার থেকে আরেকটা সরকারে যে ট্রানজিশনাল সময়, এ সময়ে যেন কোনও ফাঁক না থাকে সেজন্য এটা করা।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মধ্যে সই হওয়া সমঝোতা অনুযায়ী মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত। তিনি বলেন, বিমসটেকের মতো আঞ্চলিক গোষ্ঠী যখন সৃষ্টি হয় তখন সঙ্গত কারণেই সেখানে দ্বিপাক্ষিক সমস্যা বা রাজনৈতিক সমস্যাগুলো অন্তর্ভুক্ত করা হয় না। তবে সম্মেলন চলার সময় বিভিন্ন দেশের সঙ্গে কথা বলার সুযোগ হয়। তখন কখনও আমরা অফিসিয়ালি কথা বলি, কখনও আনঅফিসিয়ালি কথা বলি। সেই হিসেবে মিয়ানমারের প্রেসিডেন্ট ওখানে ছিলেন, একপর্যায়ে তার সঙ্গে আমার রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়। তিনি আমার কাছে স্বীকার করেন, আমাদের মধ্যে যে সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং সেই সমঝোতা অনুযায়ী এরই মধ্যে তিন হাজারের মতো তালিকা তাদের দেওয়া হয়েছে। মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

বিএনপি তো আপনার সমর্থন ছাড়া আন্দোলন করতে পারবে না

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দলটির নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের নেত্রী এখন কারাগারে বন্দি। তারা পারলে আন্দোলন করে তাকে মুক্ত করুক- এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নাঈমুল ইসলাম প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘বিএনপি তো আপনার সমর্থন ছাড়া আন্দোলন করতে পারবে না।’ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কথার প্রসঙ্গ ধরে এ মন্তব্য করেন আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান। এ সময় সেখানে হাস্যরসের সৃষ্টি হয়। কথাটি শুনে প্রধানমন্ত্রীর মুখেও হাসির রেখা দেখা যায়। তবে তিনি এ বিষয়ে  কোনও মন্তব্য না করে নাঈমুল ইসলাম খানের নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে দ্বিতীয় প্রশ্নের জবাব দেন।

এ সময় ‘আমাদের নতুন সময়’ নামে একটি পত্রিকা করার জন্য নাঈমুল ইসলাম খানকে অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে ডায়েরি লেখার অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সেই সময়ের সেই টুকরো টুকরো ভাবনাগুলোই পরে ‘দিন বদলের সনদ’হিসেবে আপনাদের সামনে হাজির করেছি।’

বিএনপি-জামায়াতের কাছ থেকে কি ছবি বিকৃতি শিখেছে মিয়ানমার?

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি মিয়ানমার বিকৃতি করেছে- এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিয়ানমার মুক্তিযুদ্ধে গণহত্যার ছবি নিয়ে জঘন্য কাজ করেছে। এতে দেশটি আন্তর্জাতিক বিশ্বে তাদের ভাবমূর্তি নষ্ট করেছে।’তিনি বলেন, মিয়ানমার ছবি নিয়ে যা করলো আমাদের দেশেও এ ঘটনা ঘটেছে। ছবি নিয়ে তেলেসমাতি কারবার। ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াতও এমন অপপ্রচার চালিয়েছে। এটা এরা (মিয়ানমার) শিখলো কার কাছ থেকে। বিএনপি-জামায়াতের কাছ থেকে কি ছবি বিকৃতি শিখেছে মিয়ানমার? রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের আচরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সংঘাত চাই না। দেশটির ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। সহযোগিতা দিয়েছি। তাদের প্রত্যাবাসনে চুক্তিও হয়েছে। এ বিষয়ে আলোচনাও চলছে। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আপত্তিও করে না।’

ডেল্টা প্ল্যান ২১০০

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ডেল্টা প্ল্যান ২১০০-এর মাধ্যমে বাংলাদেশ ১০০ বছরে কোন পর্যায়ে যাবে সেই পরিকল্পনা চলছে। জোট-মহাজোট ও নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে কী চমক থাকছে- এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত কী করবো, তার সুদূরপ্রসারী পরিকল্পনা করে যাচ্ছি।’তিনি বলেন, ‘দিনবদলের সনদ চলছে। কাজ চলছে। তা অব্যাহত থাকবে।’শেখ হাসিনা বলেন, ‘২১০০ সালে বাংলাদেশকে কীভাবে দেখতে চাই, বদ্বীপকে বাঁচিয়ে রাখা, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য অভিঘাত থেকে বাঁচাতে এই প্ল্যান। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতেই ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন হাতে নেওয়া হচ্ছে। এ নিয়ে কাজ চলছে।’

সুদূরপ্রসারী পরিকল্পনা ছাড়া উন্নয়ন হবে না

জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ ভোট দিলে আছি, না দিলে নেই। তবে লক্ষ্য ও পরিকল্পনা গ্রহণে কাজ করে ফেলছি। সুদূরপ্রসারী পরিকল্পনা ছাড়া আসলে দেশের উন্নয়ন হবে না। সে লক্ষ্যে ২০১০ থেকে ২০, ২০২১ থেকে ৪১ সাল পর্যন্ত করণীয় অনেক দূর এগিয়েছে। ৪১ থেকে ১০০ পর্যন্ত কী হবে সেই পরিকল্পনাও দিয়ে যাচ্ছি। এ নিয়ে কোনও সমস্যা হবে না। দেশ এগিয়ে যাবে। বদ্বীপকে রক্ষা ও উন্নয়ন ত্বরান্বিত করতেই ডেল্টা প্ল্যান ২১০০ হাতে নেওয়া হচ্ছে। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নই আমার ইচ্ছা। আর কিছু চাই না।’

মান্না জুড়ে দেয় কান্না

সংবাদ সম্মেলনে বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় স্বভাবসুলভ হাস্যরসও করেন তিনি। সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি জোট গঠনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ওই জোট এবং জোটের শরিকদের সম্পর্কে সরস মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্পর্কেও সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, জোট গড়ার চেষ্টা করলেও আগামী নির্বাচন হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ড. কামাল হোসেন । এ বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চান তিনি। এর উত্তরে ড. কামাল হোসেনের রাজনৈতিক ভূমিকা সম্পর্কেও নিজস্ব মত উপস্থাপনের পাশাপাশি ওই জোটের শরিকদের সম্পর্কেও বিভিন্ন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘ঐক্য ভালো, সাধুবাদ জানাই। একটা ভালো জোট হোক, আমরা নির্বাচনে কনটেস্ট (প্রতিযোগিতা) করি।’

এ সময় নানা কথার সূত্র ধরে ওই জোটের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্পর্কে তিনি বলেন, ‘মান্না এক সময় আমাদের দলে (আওয়ামী লীগ) ছিলেন। তিনি বেশ ভালো লেখেন। যখন আওয়ামী লীগে এলেন, আমি বললাম যখন অন্য দল করতেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি বেশি লিখতেন। তো এখন আমাদের পক্ষেও কিছু লেখেন। এ কথা শুনেই মান্না, জুড়ে দেয় কান্না।’এ সময় বিকল্পধারা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও আ স ম আব্দুর রব সম্পর্কেও সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বিমসটেকের মধ্যে পারস্পরিক উন্নয়ন ও বিদ্যুৎ সরবরাহের তাগিদ

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) চতুর্থ শীর্ষ সম্মেলনে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন কাজে সহযোগিতা ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২ সেপ্টেম্বর) বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা জানান। এতে দুই দিনব্যাপী সম্মেলনের বিস্তারিত তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৭ সালে চারটি দেশ নিয়ে শুরু হওয়া ‘বিমসটেক’পরবর্তীতে ২০০৪ সালে সাতটি দেশ নিয়ে নতুন করে যাত্রা শুরু করে। বিমসটেক ২১ বছর পূর্ণ করায় এবারের শীর্ষ সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনে বিগত ১০ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেক অঞ্চলের দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, সন্ত্রাস ও অন্যান্য সমস্যাকে যৌথভাবে মোকাবিলা করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ২১ বছরের সাফল্য-ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিমসটেককে আরও শক্তিশালী করার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী ২০১০ সালে ভারতের গোয়ায় বিমসটেক লিডারদের শীর্ষ সম্মেলনে ১৬ দফা ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, সামষ্টিক উন্নয়নের জন্য বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠন, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ক্ষেত্রে সহায়তা ও পুঁজি বিনিয়োগের বিষয়ে তাগিদ দিয়েছি। এজন্য প্রয়োজনীয় আইনি কাঠামো ও আইনি দলিল সম্পন্ন করার জন্য জোর দিয়েছি। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপাল যান। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে দেশে ফেরেন তিনি।

/এনআই/ওআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস