X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের গৌরব: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৫

শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের গৌরব। তার রং-তুলির অপূর্ব ছোঁয়ায় অনুপ্রেরণা পেয়েছেন এ দেশের মানুষ। তাঁর চিত্রশিল্পে প্রস্ফুটিত হয়েছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয়। তিনি চিত্রকর্মে রঙের ছটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোকিত করেছেন। তিনি শুধু মুক্তিযুদ্ধকে ধারণই করেন না, চিত্রশিল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছেন।’
মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য বয়ে এনেছেন বিরল সম্মান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য শিল্পী শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে যেমন বীরত্ব দেখিয়েছেন, চিত্রকলায়ও পারঙ্গমতার পরিচয় দিয়ে বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। তিনি তাঁর কৃতিত্বের জন্য ২০০০ সালে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। ফরাসি সরকারের ‘নাইট’ ইন দ্য অর্ডার অব আর্টস এ্যান্ড লিটারেচার পদকপ্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশের জন্য অনন্য সম্মান বয়ে এনেছেন।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ‘৬৯তম জন্মদিন উদযাপন কমিটি’র সভাপতি অধ্যাপক মান্নান। সঙ্গীত পরিবেশন করেন রিজওয়ানা চৌধুরী বন্যা। বিশেষ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

/ইএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসাকেন্দ্রে বারবার হামলার অভিযোগ রাশিয়ার
ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসাকেন্দ্রে বারবার হামলার অভিযোগ রাশিয়ার
এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি সই
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট