X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিকালে বৃষ্টি, তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২১

বৃষ্টির পর যানজটে আটকে থাকা গাড়ি

বিকাল ৫টায় একযোগে সরকারি ও বেসরকারি অফিসগুলো ছুটি হওয়ায় পেশাজীবী মানুষের ঘরে ফেরার লড়াই শুরু হয়। এতে দিনের যেকোনও সময়ের চেয়ে বিকালে তীব্র যানজট দেখা যায় রাজধানী ঢাকায়। এই পরিস্থিতিতে বৃষ্টি নামলে যানজট আরও তীব্র আকার ধারণ করে। একইসঙ্গে দুর্ভোগ বাড়ে ঘরে ফেরা মানুষের।

সরেজমিনে দেখা গেছে, আজ বিকাল সাড়ে ৩টার পর বৃষ্টি শুরু হলে নিত্য দিনের যানজট তীব্রতর হয়ে উঠে। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এসময় অফিসফেরত মানুষদের বিভিন্ন মার্কেট, অফিস ও দোকানে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, বিকালে সব সরকারি ও আধা-সরকারি অফিসগুলো একযোগে ছুটি হয়। এতে হাজারও মানুষ বাসায় ফেরার তাগিদে ছোটাছুটি শুরু করেন। তখন মারাত্মক যানজট দেখা দেয়। এর মধ্যে বৃষ্টি হলে যানজটের তীব্রতা আরও প্রকট আকার ধারণ করে।

বিকাল ৫টায় অফিস ছুটির পর রাজউকের কর্মচারী নজরুল ইসলাম তার মিরপুর–১২ নম্বরের বাসার উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু বিকাল ৬টা ২০ মিনিটেও তিনি রোকেয়া সরণিতে পৌঁছাতে পারেননি বলে জানান। নজরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাস্তায় অনেক জ্যাম। এর ওপর বৃষ্টি হয়েছে। ১০ মিনিট বসে থাকার পর দুই মিনিটও গাড়ি চলে না।’

সড়কে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই কর্মচারী ভাষ্য, ‘এই পরিবহনগুলোতে মোট নগরবাসীর ১০ শতাংশ মানুষও চালাচল করে না। এর পরও এ ধরনের যান নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপরদিকে, গণপরিবহন কম হলেও তার সংখ্যা বাড়ানো কিংবা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো হচ্ছে না।’

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর পল্টন, কদম পোয়ারা, মৎস ভবন, কাকরাইল, রূপসী বাংলা ক্রসিং, বাংলামোটর, কারওয়ান বাজার সার্ক পোয়ারা, বসুন্ধরা সিটি, পান্থপথ, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি ২৭ ও ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় তীব্র যানজট দেখা দেয়। দীর্ঘসময় যানজটে আটকে থাকার পর সামান্য পথ গিয়ে আবার পরিবাহনগুলোকে যানজটে থেমে থাকতে হয়।

বাংলামোটর মোড়ে আটকে থাকা বিকল্প পরিবহনের চালক আইয়ুব আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রূপসী বাংলা ক্রসিং থেকে বাংলামোটরে আসতে সময় লেগেছে ২৫ মিনিট। হেঁটে আসলেও এই পথে ৫ মিনিট সময়ও লাগতো না। যানবাহনের সংখ্যা এতই বেশি যে, ট্রাফিক পুলিশও হিমশিম খাচ্ছে।’ তিনি জানান, দিনের অন্য সময়ের চেয়ে বিকালের দিকে সব সড়কেই চাপ বেশি থাকে। এই সময় যদি বৃষ্টি হয়, তাহলে যানজটের তীব্রতা আরও বাড়ে।

এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে বিকালের দিকে রাস্তায় যানবাহনের চাপ একটু বেশি থাকে। অফিস ছুটি হওয়ার পর সবাই একযোগে বাসার উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া, বৃষ্টি হলে যানজট-দুর্ভোগের চিত্রটা আরও ভয়াবহ হয়ে উঠে। সড়কের ধারণক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়াও যানজটের একটা কারণ।’

তিনি জানান, ডিএসসিসি যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে বাসরুট রেশনালাইজেশন বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হচ্ছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তার নেতৃত্বে কিভাবে যানজট নিয়ন্ত্রণ করা যায় এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো যায়, এসব নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে ১৪০টি বাস স্টপেজ সনাক্ত করা হচ্ছে।’

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…