X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৌদি থেকে ৬৫ নারী শ্রমিক দেশে ফিরছেন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১

বিমানবন্দরে সৌদি আরব থেকে ফিরে আসা নারী শ্রমিক (ফাইল ছবি) সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন সেখানে অবস্থানরত ৫০ নারী শ্রমিক। এ নিয়ে গত ২৮ আগস্ট বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এদের মধ্যে ৩৭ জনকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডে আবেদন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এই ৩৭ জনসহ ৬৫ জন নারী শ্রমিক আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

এই বিষয়ে জানতে চাইলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এই ৩৭ জন নারীর পরিবারের পক্ষ থেকে দেশে ফিরিয়ে আনার সহযোগিতা চেয়ে আবেদন করে। আমরা মন্ত্রণালয়কে ২৭ আগস্ট চিঠি দিয়েছিলাম এই ৩৭ জনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তারা আজ রাতে দেশে ফিরবেন বলে জানতে পেরেছি।’
অন্যদিকে রিয়াদে আটকে থাকা ৫০ জনের একজন সাবিনা। তার স্বামী শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার স্ত্রী আজ রাতে দেশে ফিরবে বলে জানতে পেরেছি। আমি রাতে এয়ারপোর্টে তাকে আনতে যাবো।’
এর আগে এই নারী শ্রমিকরা কবে দেশে ফিরতে পারবেন এমন প্রশ্নের জবাবে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সারওয়ার আলম জানিয়েছিলেন, তাদের ফিরে যাওয়ার সময়টা সেভাবে বলা মুশকিল। কারণ, সৌদি কর্তৃপক্ষ তাদের এক্সিট দিবে, ফ্লাইটের অ্যাভেইলেবিলিটির একটা ব্যাপার আছে। তার ওপর এখন ফিরতি হজ ফ্লাইটের সময়। তাই একটু সময় তো লাগবে।

আরও পড়ুন: 

সৌদি থেকে নারী শ্রমিকদের দেশে ফেরার আকুতি (ভিডিও)

/এসও/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন