X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৩০০ আসনের একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহারের চিন্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৪

 

৩০০ আসনের একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহারের চিন্তা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিটির একটি করে কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে প্রস্তুতি নিতে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীতে ইভিএম মেলা আয়োজন সংক্রান্ত এক সভায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্দেশনা দেন বলে সভার কার্যবিবরণীতে বিষয়টি উঠে এসেছে। ওই সভায় তিনি আগামীতে সব উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহারের কথা বলেন। এছাড়া ইভিএমকে জনপ্রিয় করতে অক্টোবরের প্রথমার্ধে জাতীয় মেলার আয়োজন করতে যাচ্ছে ইসি। তবে ওই মেলায় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। মেলা সফল করতে ঢাকার প্রতিটি ওয়ার্ড কাউন্সিলের নিজস্ব ১০-১৫ জন লোক হাজির করতে থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ওই সভার কার্যবিবরণীতে ইসি সচিবকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আগামীতে সব উপজেলা, সিটি করপোরেশন ও সংসদের ৩০০ আসনের প্রতিটিতে অন্তত একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’
ওই বৈঠকে সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘বিশ্ব আজ ক্রমাগতভাবে নতুন নতুন তথ্যপ্রযুক্তি গ্রহণ করছে। তাই আস্তে আস্তে আমাদের নির্বাচনি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে। মানুষ এখন প্রযুক্তি গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তাই পুরাতন ব্যালট পেপার আর ঘানি ব্যাগ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনি সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে।’
ওইসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর আগেই ইসির আইটি শাখায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
ইসির একাধিক কর্মকর্তা জানান, সভার এ কার্যবিবরণী ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ কার্যবিবরণী অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’