X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পরিবারের মধ্যেই হিজড়াদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৯

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা) তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিজড়াদের- তাদের নিজেদের পরিবারেই পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। রবিবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আক্তার জাহানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা দিয়েছে। তাদের পুনর্বাসনের জন্য সরকারের কর্মসূচি আছে। তবে সমাজের বাইরে অন্তর্ভুক্ত না করে নিজ নিজ পরিবারেই তাদের পুনর্বাসনের চেষ্টা আমরা করছি। আমাদের লক্ষ্য হিজড়াদের সমাজের মধ্যেই অন্তর্ভুক্ত করা। এ কারণেই পরিবারের মধ্যে তাদের পুনর্বাসনের চেষ্টা। সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তা এবং এনজিওদের মাধ্যমে সেই কাজগুলো করছি। কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে থেকে যে মতামত আসবে তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
সরকারি দলের সংসদ সদস্য ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৭৯৪ জন।’
সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার মাধ্যমে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের মধ্যে বিক্রির জন্য বিভিন্ন জেলা ও উপজেলা শহরে ২৬টি প্রকল্পের আওতায় ৩০ হাজার ২২০টি প্লট তৈরি করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা শহরে ১৩টি ফ্ল্যাট প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৫৭টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ২৯টি প্লট উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ হাজার ৮৫৫টি ফ্ল্যাট এবং ২১টি প্লট নির্মাণ প্রকল্পের আওতায় ৩৩ হাজার ১৯১টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে।’
লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সরকার প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে সব বোর্ডের সমন্বিত উদ্যোগে প্রশ্ন ব্যাংক করার পরিকল্পনা গ্রহণ করছে।’
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব উপেজলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই সেখানে একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার পরিকল্পনা আছে।’

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…