X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অসুস্থ আশরাফের ছুটি সংসদে মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৪

সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন মন্ত্রী ও সরকার দলের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) থেকে সংসদের ৯০ বৈঠক পর্যন্ত এ ছুটি বলবৎ থাকবে। সৈয়দ আশরাফের পক্ষে চিফ হুইফ আ স ম ফিরোজ ছুটির আবেদন করলে সংসদের ভোটে তা মঞ্জুর করা হয়।

সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বের পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সৈয়দ আশরাফের ছুটির আবেদনের প্রসঙ্গটি তোলেন। এ সময় তিনি এ ধরনের ছুটি মঞ্জুরের বিষয়ে সংসদের কার্যপ্রণালী বিধি তুলে ধরেন। তিনি এসময় বলেন, কোনও সদস্য অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করলে তা সংসদে পাঠ করে শোনানোসহ বিতর্ক ছাড়া ভোটে দেয়ার বিধান রয়েছে।

পরে বিধি অনুযায়ী স্পিকার আবেদনপত্রটি হাউজে পড়ে শোনান এবং সৈয়দ আশরাফের ছুটির বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আবেদনপত্রে উল্লেখ করা হয় আশরাফুল ইসলাম বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি রয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকায় সংসদ অধিবেশনে তিনি যোগদান করতে পারছেন না বলে এতে উল্লেখ করা হয়। সোমবার (১৭ সেপ্টেম্বর) তার শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

তার চিকিৎসায় আরও অনেকদিন সময় লাগবে উল্লেখ করে আবেদনপত্রে স্বাস্থ্যগত অসুস্থতাজনিত কারণে ১৭৯ বিধি অনুসারে ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ বৈঠক পর্যন্ত সংসদে অনুপস্থিতির ছুটি মঞ্জুরের আবেদন করা হয়।

এর আগে স্পিকার প্রথম জাতীয় সংসদ থেকে বর্তমান পর্যন্ত এ ধরনের অন্তত ৫ জন সংসদ সদস্য ছুটি নিয়েছেন বলে জানান।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়