X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে জার্মানি ও উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬


জার্মানির নতুন রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ এর পরিচয়পত্র গ্রহণ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
জার্মানি ও উত্তর কোরিয়ার নবনিযুক্ত দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৃথকভাবে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে তারা পরিচয়পত্র দেখাতে বঙ্গভবনে আসেন।
দুই রাষ্ট্রদূত হলেন জার্মানির পিটার ফারেনহোলৎজ এবং উত্তর কোরিয়ার পাক সং ইয়োপ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে বলেন, রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে, তাদের দায়িত্বের মেয়াদকালে উভয় দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর সম্প্রসারিত হবে।
আবদুল হামিদ জার্মানির রাষ্ট্রদূতকে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার।
তিনি বলেন, ‘দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে জার্মানির বিনিয়োগের বহু সুযোগ রয়েছে।’
আবদুল হামিদ বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে রাষ্ট্রদূতদ্বয়ের নিজ নিজ দেশের কল্যাণে এ সকল সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে পারস্পরিক সফর বিনিময় বাড়ানোর ওপর জোর দেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে জিডিপি বৃদ্ধির হারের প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত বলেন, ৭ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি সত্যিই বাংলাদেশ সরকারের এক বিশাল অর্জন।
পিটার রোহিঙ্গাদের পুনর্বাসনে বাংলাদেশ সরকারের পদক্ষেপেরও প্রশংসা করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ এর পরিচয়পত্র গ্রহণ করছেন রাষ্ট্রপতি। (ছবি: বাসস)
পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি হামিদ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্ক বাড়াতে গৃহীত তাদের পদক্ষেপের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে উত্তর কোরিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।
এর আগে রাষ্ট্রদূতদ্বয় গণভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি চৌকস দল তাদের আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। বাসস

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা