X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

ঢাকা মহানগর নাট্য মঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য পুলিশের পোশাকধারী সদস্যরা তো রয়েছেনই, পাশাপাশি সাদা পোশাকে নজরদারি করছে গোয়েন্দা পুলিশ সদস্যরাও। 

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

এদিকে, নাগরিক সমাবেশস্থলের প্রবেশদ্বারে বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। তবে প্রবেশ মুখে নেই কোনও আর্চওয়ে গেট। মোটরসাইকেল নিয়েই অনেক নেতাকর্মী প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকছে। সমাবেশে আগত নেতাকর্মীদের বাইরে অবস্থান নিতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে অবস্থানরত নেতাকর্মীদের নাট্যমঞ্চের ভেতরে পাঠিয়ে রাস্তায় যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে সমাবেশে আগত নেতাকর্মীদের খুব একটা তল্লাশি করছেন না তারা। শুধু কারও ওপর সন্দেহ হলে তাকে ডেকে তল্লাশির আওতায় আনা হচ্ছে।

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে এমন চিত্রই পরিলক্ষিত হয়।

নাগরিক সমাবেশের প্রবেশ দ্বারে নিয়োজিত পুলিশ পরিদর্শক মো. সাইফুল বাংলা ট্রিবিউনকে বলেন, 'এখানে নিরাপত্তা ব্যবস্থা সবই ঠিকঠাক আছে। কোনও সমস্যা নেই। পুলিশ সদস্যরা তো আর বসে নেই। সবাই কাজ করছে।' 

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

এদিকে, মহানগর নাট্য মঞ্চের সামনে থাকা খালি মাঠের প্রতিটি কোণে পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। আগত নেতাকর্মীদের অনেকেই এই খোলা জায়গাতে দাঁড়িয়ে আছেন এবং ঘোরাফেরা করছেন। সমাবেশস্থলে নারীপুলিশ সদস্যও মোতায়েন থাকতে দেখা যায়।

ঢিলেঢালা নিরাপত্তায় চলছে নাগরিক সমাবেশ

নাগরিক সমাবেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপি'র মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'ডিএমপিতে কোনও অনুষ্ঠান করতে হলে কমিশনার বরাবর একটি অনুমতির জন্য আবেদন করতে হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মতামত দিয়ে থাকি। এই নাগরিক সমাবেশ করার বিষয়ে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছেন। সে কারণে এর নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয়ভাবেই গ্রহণ করা হয়েছে। এখানে যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সমাবেশটি যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষে পুলিশ কাজ করছে।

/এসজেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন