X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাতীয় ঐক্য নিয়ে আতঙ্কিত সরকার: আহমেদ আযম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৮

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান

জাতীয় ঐক্য নিয়ে বর্তমান সরকার আতঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘স্বীকৃত স্বৈরাচারীকে নিয়ে আওয়ামী লীগ যখন ১৪ দলীয় জোট করলো, তখন আমরা কিছু বলেনি। এখন আমরা যখন জাতীয় ঐক্যের জন্য জোটবদ্ধ হচ্ছি, তখন নানা সমালোচনা চলছে। এর কারণ – জাতীয় ঐক্য নিয়ে সরকার আতঙ্কিত।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত ‘ঐক্য নিয়ে অনৈক্য’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়েছেন। অথচ বিচারপতি রায় দিয়েছিলেন খালাসের। সেই বিচারপতি কয়েকদিন পর পালিয়েছেন। প্রধান বিচারপতিকে ক্যান্সার রোগী বানিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘গুণ্ডাদের নির্বাচন আমরা দেখেছি। রাজশাহী, খুলনা, সিলেটের সিটি নির্বাচন দেখেছি। সেখানে তারা কেন্দ্র দখল করে, জোর করে ব্যালটে সিল মেরে লাভবান হতে পারে নাই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘জামায়াতকে যখন আওয়ামী লীগের প্রয়োজন হয়, তখন ব্যবহার করে। আজ মাহীর গলাও আওয়ামী লীগের গলার মতো হয়ে গেছে। জাতীয় ঐক্যে প্রতিনিধিত্ব করবে বিএনপি; জামায়াত না।’

তিনি আরও বলেন, ‘বিএনপিতে বিপর্যয় নেই, বিপর্যয় আওয়ামী লীগে। এটা সরকারের দায়িত্ব যে, বিরোধী দলের সঙ্গে আলোচনা করে তাদের নির্বাচনে নিয়ে আসা। সরকার সেই দায়িত্ব পালন করছে না। সরকার যদি মনে করে আলোচনার প্রয়োজন নেই, তাহলে প্রয়োজন নেই। বিএনপি কিন্তু তাদের কাছে গিয়ে বলেনি, আমরা ঐক্য করতে এসেছি। আমরা সবাই যে যার জায়গা থেকে ঐক্য করতে একমত হয়েছি। আমরা সকলে মিলে এই কাজটা করতে চাই।’

তিনি বলেন, ‘গণতন্ত্রে ডাকাত পড়েছে বলে আমরা ঐক্য করতে চাই। ব্যক্তি স্বার্থে নয়; আমরা জাতীয় স্বার্থে এটা করতে চাই। বিএনপিকে ইচ্ছা করলেই ফেলে দেওয়া যাবে না। গত বছরগুলোতে অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। তারপরও বিএনপি টিকে আছে। হাত-পা বেঁধে পানিতে ফেলে দিলে সাঁতার কাটা যায় না। পায়ে শিকল দিলে হাঁটা যায় না।’

 

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা