X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৩:৪০আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৩:৫২

শাহবাগে প্রতিবন্ধীদের অবরোধ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে মহাসমাবেশ করছেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহবাগ মোড়ে তাদের এই মহাসমাবেশ চলছে। সারাদেশ থেকে আসা প্রায় ২০০ প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাবেশে অংশ নিয়েছেন। দুপুর পৌনে ১টার দিকে প্রতিবন্ধীদের দাবির সঙ্গে সংহতি জানাতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠী। আমাদের সংবিধানে তাদের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে।  আমি মনে করি তাদের দাবি যৌক্তিক। তাই এই দাবির পাশে ছাত্রলীগ থাকবে।  আপনাদের জন্য আমরা আমাদের নেত্রীর সঙ্গে কথা বলবো। ছাত্রলীগ সৃষ্টির শুরু থেকে যেকোনও যৌক্তিক দাবির পাশে ছিল। আমরা আপনাদের দাবি আপার কাছে ( প্রধানমন্ত্রীর) কাছে পৌঁছে দেবো।’

এসময় বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আপনি আমাদের সে সুযোগ সৃষ্টি করে দেবেন?  আমাদের দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করায় যান চলাচলে বিঘ্ন ঘটায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসমাবেশ থেকে তারা ১১টি দাবি পেশ করেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কথা বলছেন

তার মধ্যে কয়েকটি দাবি হলো-

১. প্রতিবন্ধীদের জন্য বিনা শর্তে ৫ শতাংশ কোটা সংরক্ষণ করে প্রজ্ঞাপন। প্রিলিমিনারি থেকে কোটা কার্যকর, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখতে হবে।

২. সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিবন্ধীদের থেকে অন্তত একজন প্রতিনিধি রাখতে হবে।

৩. প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের থেকে মন্ত্রী নিয়োগ করতে হবে।

৪. সরকারি চাকরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০ মিনিট করে সময় বৃদ্ধি করতে হবে।

৫. প্রতিবন্ধীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করতে হবে,

৬. জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠা করতে হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!