X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত মানছে না সরকারি সংস্থাগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ২০:৩১আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:৪১

দেশে উৎপাদিত পাটপণ্য (ছবি: সংগৃহীত)
সরকারের বিভিন্ন সংস্থা সমূহ পাটের ব্যাগ ব্যবহারের বিষয়ে থাকা নির্দেশনা মানছে না বলে অভিযোগ উঠেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারের বিভিন্ন সংস্থাগুলোকে তাদের ব্যাগের চাহিদার ৫০ শতাংশ বাং দিয়ে পূরণ করতে হবে।

তবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় জানানো হয় এ সিদ্ধান্ত তারা পুরোপুরি মানছে না। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সংসদ ভবনে সংসদীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিসভার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রমাণিক, ফাহমী গোলন্দাজ বাবেল, সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে জানানো হয়- বর্তমানে বিজেএমসির মোট জুটমিলের সংখ্যা ৩২টি। এর মধ্যে চালু রয়েছে ২২টি, চালু ননজুটমিল আছে ৩টি এবং মামলাজনিত কারণে একটি মিল বন্ধ আছে। ২০১৮-১৯ অর্থবছরের ৩১ আগস্ট পর্যন্ত বিজেএমসির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৭২৯ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন হয়েছে ১৬ হাজার ২২০ মেট্রিক টন।

বৈঠকে পাটকলগুলোকে সচল রাখার জন্য সঠিক সময়ে পাট ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে জুট ডাইভারসিফিকেশন স্টাডি সেন্টারের (জেডিপিসি) কার্যক্রমে গতিশীলতা আনতে একটি স্থায়ী কাঠামো গঠনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করে কমিটি।

এ সময় সোনালী ব্যাগ প্রকল্পটি একটি টাস্কফোর্সের আকারে গঠন প্রক্রিয়া সম্পন্ন করে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করারও পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দশম সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির ৩২টি সভায় ৫৭টি সুপারিশ করা হয়েছিল এর মধ্যে ৫১টি সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে এবং ৬টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে।

 

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা