X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আমার কথা রাখার সময় এখনও শেষ হয়নি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ২০:১৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২১:১৫



আইনমন্ত্রী আনিসুল হক

ডিজিটাল নিরাপত্তার আইনের ৯টি ধারা সংশোধনের বিষয়ে নিজের কথা রাখার সময় এখনও শেষ হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্পাদক পরিষদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি শুনেছি উনারা নাকি বলেছেন, আমরা কথা রাখিনি। আমার কথা রাখার সময় কিন্তু এখনও শেষ হয়নি।’
শনিবার সন্ধ্যায় (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে সম্পাদক পরিষদ ৬ দফা দাবিতে আগামী সোমবার (১৫ অক্টোবর) মানববন্ধন করা হবে বলে ঘোষণা দেয়।
সম্পাদক পরিষদ জানিয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা অাইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা অবশ্যই যথাযথভাবে সংশোধন করতে হবে।
আনিসুল হক বলেন, ‘আমি এটুকু বলতে পারি, গত ৩০ তারিখ বৈঠক করি, সেই বৈঠকে উনারা (সম্পাদক পরিষদ) বিষয়টি উত্থাপন করেছিলেন। এ আইনের ৯টি ধারা সম্পর্কে তাদের বক্তব্য আছে বলেও জানান। সেই আলোচনায় বলেছি, এ আইনের ২১ নম্বর ধারা তাদের সঙ্গে আলাপ করেই দেওয়া হয়েছে। এই ২১ ধারার ব্যাপারে আমরা কোনও কথা শুনবো না। আমি যতটুকু চোখে দেখেছি, তারাও তাতে রাজি হয়েছিলেন। ২১ ধারা সম্পর্কে কথা বলবেন না।’
সংশোধন চাওয়া বাকি ধারাগুলো সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বাকি আটটি ধারা সম্পর্কে আমি বলেছিলাম, আইনটা যেহেতু সংসদে পাস হয়ে গেছে। এইটা নিয়ে কথা বলার আগে বা এমন কিছু করার আগে উনাদের (সম্পাদক পরিষদের সদস্যরা) কথাগুলো মন্ত্রিপরিষদে উত্থাপিত করতে হবে। সেই কথা আমি এখনও মন্ত্রিপরিষদে উত্থাপন করিনি। আমি শুনেছি উনারা নাকি বলেছেন, আমরা কথা রাখিনি। আমার কথা রাখার সময় কিন্তু এখনও শেষ হয়নি। আমি উনাদের এইটুকু বলতে পারবো, আমি কথার বরখেলাপ করিনি। কারণ, আমার সময় শেষ হয়নি।’

আরও পড়ুন: সম্পাদক পরিষদের মানববন্ধন সোমবার

 

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন