X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সৌদি সরকারের সঙ্গে নারীকর্মীদের ইস্যু নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৮:২৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৮:৪৪


প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি: ফোকাস বাংলা)
দ্বিপাক্ষিক সফরে আগামীকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে সামরিক সহযোগিতাসহ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়াও সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকরা নির্যাতনের শিকার যাতে না হন সেবিষয়েও দেশটির সরকারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমখাত, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহায়তা, মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা ইত্যাদি বিষয় এ সফরকালে প্রাধান্য পাবে বলে আশা করা যাচ্ছে।’
তিনি বলেন, ‘এ সফরকালে সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতা সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।’
সৌদি আরবে বাংলাদেশের নারী শ্রমিকরা গৃহকর্মী হিসেবে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের এই অসুবিধার বিষয়টি প্রধানমন্ত্রী সৌদি সরকারের সঙ্গে আলোচনায় আনবেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই, সম্পর্ক যখন পর্যালোচনা করা হয় এবং সম্পর্ক যেখানে এত গভীর এবং বন্ধুত্বপূর্ণ সেখানে বিভিন্ন সমস্যার কথা বলা যায়।’
সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সফরকালে আমরা সৌদি আরব ও  ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি।
তুরস্কে জামাল খাশোগি সম্পর্কে একজন সৌদি সাংবাদিক নিখোঁজ হওয়ার বিষয়ে মন্তব্য কী জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এ বিষয়ে সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি যৌথ কমিটি গঠন করার সৌদি প্রস্তাবকে স্বাগত জানাই।
প্রধানমন্ত্রী ১৬ অক্টোবর সৌদি আরব রওনা হয়ে ১৯ অক্টোবর ঢাকায় ফেরত আসবেন।
গত তিন বছরের মধ্যে সৌদি আরবে এটি প্রধানমন্ত্রীর চতুর্থ সফর। ২০১৬ সালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব সফর করেন। পরের বছর আরব ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি রিয়াদ যান। ২০১৮ সালে গাল্ফ শিল্ড-১ নামে যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি দাম্মাম সফর করেন।


/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা